ঢাকা, ৩০ জুলাই – মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের সাবেক নেতা মোবারক হোসেনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।
মঙ্গলবার (৩০ জুলাই) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
মামলার আপিল শুনানি শুরু হয় চলতি বছরের ৮ জুলাই। দীর্ঘ শুনানি শেষে গত সপ্তাহে রায়ের তারিখ নির্ধারণ করা হয়। রায় ঘোষণার সময় মোবারকের পক্ষে ছিলেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক এবং রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
২০১৪ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছিল। অভিযোগ ছিল, ১৯৭১ সালে তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাজাকার বাহিনীর সদস্য ছিলেন। পাঁচটি অভিযোগের মধ্যে দুটি প্রমাণিত হয়—একটিতে মৃত্যুদণ্ড ও আরেকটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল।
রায়ে বলা হয়েছিল, মোবারক সরাসরি গণহত্যা ও নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন। তবে আপিল বিভাগ দীর্ঘ শুনানির পর সিদ্ধান্ত দেয়, তার বিরুদ্ধে আনা অভিযোগ পর্যাপ্তভাবে প্রমাণিত হয়নি। ফলে তাকে খালাস দেওয়া হয়।