দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৃহত্তম সমবায়ী প্রতিষ্ঠান কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সদস্যপদ অবৈধভাবে ক্রয়-বিক্রয়” বিষয়ে সাধারণ সভায় উপস্থিত সভ্যগনের সম্মতিতে সভাপতি কর্তৃক সিদ্ধান্ত দেয়ার জেরে সভাপতি ডা. মিজানুর রহমানের বিরুদ্ধে একটি চক্র নানামুখী ষড়যন্ত্র চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
বিশেষ করে বদরখালীর খাস বাসিন্দা দাবিদার কামাল উদ্দিন কর্তৃক সাধারণ সভার সিদ্ধান্তের বিরুদ্ধে বে-আইনীভাবে মামলা দায়ের করার প্রতিবাদে শনিবার (২ আগস্ট) বিকালে বদরখালী সমবায় চত্বরে সমিতির সদস্য, পোষ্য ও অংশীদারগনের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মাওলানা ফরিদ উদ্দীন এর সভাপতিত্বে ও মাস্টার জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা হারুনুর রশিদ। এতে স্বাগত বক্তব্য রাখেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জামাত ইসলামীর সভাপতি মৌলানা ফরিদুল আলম, বদরখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আকবর মেম্বার, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা যুবদলের সভাপতি অধ্যাপক ইমাম উদ্দীন মনির, বদরখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আলী মোহাম্মদ কাজল, বদরখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খাইরুল বশর, সাংবাদিক আকতার কামাল, সমাজ সেবক আলহাজ্ব সরওয়ার আলম সিকদার, আহমদ হোছাইন (মিল আহমদ), বদরখালী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি দিদারুল ইসলাম মজিদ, বদরখালী অপরাধ নির্মুল কমিটির আহ্বায়ক আইয়ুব আজম বাহাদুর, কবি আব্দুল মান্নান, মো: মানিক ও বাদল প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সমিতির সাধারণ সভার সভাপতি ডা. মিজানুর রহমানের বিরুদ্ধে বদরখালীর খাস বাসিন্দা দাবিদার কামাল উদ্দিন কর্তৃক বে-আইনীভাবে মামলা দায়ের বিরুদ্ধে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। দুর্নীতিবাজদের বিষদাঁত ভেঙে দিতে হবে। অন্যথায় এসব দুর্নীতিবাজরা আবারও সমিতির চেয়ারে আসীন হতে পারলে অদুর ভবিষতে বদরখালী সমিতির সম্পদ হরিলুটে বেপরোয়া হয়ে উঠবে। তাই তাদেরকে এখনই থামাতে হবে। ##