কক্সবাজারের উখিয়ার পালংখালী রহমতেরবিল দাখিল মাদ্রাসায় ২০২৫ সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ও জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় মাদ্রাসা সংলগ্ন মাঠে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট এম. এ মালেক এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক খোকন সঞ্চালনায় উক্ত সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
তিনি শিক্ষার মানোন্নয়নে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “মানসম্মত শিক্ষা ছাড়া জাতির অগ্রগতি সম্ভব নয়। এজন্য শিক্ষক-অভিভাবক ও সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।”
এসময় তিনি জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের পক্ষ থেকে মাদ্রাসায় অনুদান দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি ব্যক্তিগতভাবে মাদ্রাসার ফান্ডে ৫০ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন এবং অচিরেই প্রতিষ্ঠানটিকে এমপিওভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— কক্সবাজার জেলা ও দায়রাজজ আদালতের সিনিয়র আইনজীবী এবং বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি এডভোকেট আব্দুল মান্নান, উখিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল, পালংখালী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবুল আলা রোমান, থাইংখালী উচ্চ বিদ্যালয়ের সভাপতি রশিদ আহমদ সওদাগর, ফারিরবিল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল বশর এবং উখিয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মাদ্রাসা অধ্যক্ষ ও প্রতিষ্ঠা মওলানা ফজলুল করিম।
আলোচনা সভা শেষে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও অতিথিদের মাঝে সম্মাননা স্মারক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিত ছিলেন। এ সময় পুরো মাদ্রাসা প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।