শিরোনাম ::
তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জনকে গ্রেফতার ছিনতাই প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম গ্রেফতার রংপুরে তিস্তা সেতু রক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা বাংলাদেশ ব্যাংকের সাবেক ৩ গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব গুলশানে চাঁদাবাজির ঘটনায় জানে আলম অপুর ৩৫ মিনিটের ভিডিও ভাইরাল রেজুখাল চেক পোস্টে বিজিবির অভিযানে ইয়াবাসহ রোহিঙ্গা আটক মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে আসছে বড় পরিবর্তন মার খেয়ে বাড়ি আসবেন না, অনেক মার খেয়েছি এবার দেওয়ার পালা
August 14, 2025, 9:53 am
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

মার খেয়ে বাড়ি আসবেন না, অনেক মার খেয়েছি এবার দেওয়ার পালা

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫


কলকাতা, ১৩ আগস্ট – “এবারে তৃণমূলের বিসর্জন অনিবার্য। মার খেয়ে বাড়ি আসবেন না। অনেক মার খেয়েছি এবার দেওয়ার পালা।” বাঁকুড়ার মালিয়াড়া গ্রামে কর্মী সম্মেলন করতে গিয়ে এই ভাষাতেই কর্মীদের নিদান দিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। কর্মীদের মন জোগাতে মঞ্চে দিলেন সিনেমার ডায়লগও। সেই ডায়লগের মধ্য দিয়েও আসলে বিরোধীদেরই হুঁশিয়ারি দিলেন মিঠুন চক্রবর্তী অন্তত তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

বুধবার বাঁকুড়া জেলায় ঝটিকা সফরে যান অভিনেতা মিঠুন চক্রবর্তী। প্রথমে বাঁকুড়ার একটি বেসরকারি লজে দলের কর্মীদের সঙ্গে নিয়ে সাংগঠনিক বৈঠক করেন। এরপরই তিনি চলে যান বড়জোড়া ব্লকের মালিয়াড়া গ্রামে। সেখানে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার কর্মীদের নিয়ে সম্মেলন করেন মিঠুন। সম্মেলন মঞ্চে বক্তব্য রাখতে উঠে দলের কর্মীদের কয়েক দফা কাজের ইস্তেহার বেঁধে দেন মিঠুন।

সেখানেই বক্তব্য রাখার ফাঁকে বিজেপি নেতা দলের কর্মীদের সমস্ত মনোমালিন্য ও বিদ্বেষ মুছে অন্তত নির্বাচন পর্যন্ত এক সঙ্গে লড়াই করার বার্তা দিয়ে বলেন, “আমরা যদি একসাথে লড়াই করি, তাহলে আমরা জিতব।” এরপরই দলীয় কর্মীদের নিদান দিয়ে মিঠুন বলেন, “মার খেয়ে বাড়ি আসবেন না। ওরা যেভাবে ব্যবহার করবে আমরাও সেভাবে ওদের সাথে ব্যবহার করব। এতদিন তো আমরাই মার খেয়ে এলাম। এবার দেওয়ার পালা।” বক্তব্যের শেষে মিঠুন এদিনের উপস্থিত কর্মীদের মন রাখতে জনপ্রিয় তুফান সিনেমার ডায়লগ দেন। কিন্তু সেই ডায়লগের মধ্য দিয়েও কি মিঠুন হুঁশিয়ারি দিয়ে গেলেন রাজ্যের শাসক দলকে? অন্তত তেমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।

পাল্টা মিঠুন চক্রবর্তীকেই বিঁধেছে তৃণমূল। বড়জোড়ার বিধায়ক বলেন, “অভিনেতার সিনেমার ডায়লগ আর কেউ শুনতে চাইছে না। নিজের পরিবারকে বাঁচাতে তিনি এখন বিজেপিতে গিয়েছেন।”

সূত্র: টিভি নাইন
এনএন/ ১৩ আগস্ট ২০২৫



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: