কলকাতা, ১৬ আগস্ট – কাউন্টডাউন প্রায় শেষ। নতুন তিনটি রুটে মেট্রো চালু হবে চলতি মাসের ২২ তারিখ থেকে। একওযোগে গ্রিন লাইন, অরেঞ্জ লাইন ও ইয়েলো লাইনে চালু হয়ে যাচ্ছে মেট্রো। একসঙ্গে জুড়ে যাচ্ছে একাধিক পথ। আরও সুগম হবে যাতায়াত। উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
তবে নিমন্ত্রণপত্রেও রয়েছে চমক। পশ্চিমবঙ্গে কী কী রেল প্রকল্প হচ্ছে এবং কত টাকা অনুমোদন করেছে রেল মন্ত্রক তার হিসেব দিয়ে দিয়েছেন রেলমন্ত্রী। সেই হিসাবের সঙ্গেই পাঠানো হয়েছে নিমন্ত্রণপত্র। এখান দেখার উদ্বোধনী অনুষ্ঠানে মমতাকে দেখা যায় কিনা!
২২ অগস্টই ইস্ট-ওয়েস্ট মেট্রোর সম্পূর্ণ পরিষেবা চালু হয়ে যাচ্ছে। রুবি মোড় থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রোপথেও পরিষেবা চালু হতে চলেছে। একইসঙ্গে নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবার উদ্বোধন হচ্ছে। পাশাপাশি শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবার উদ্বোধন হচ্ছে।
সূত্র: টিভি নাইন
এনএন/ ১৬ আগস্ট ২০২৫