তেল আবিব, ২৪ জুলাই – কাতারের রাজধানী দোহাতে যুদ্ধবিরতির জন্য যাওয়া আলোচনাকারী দলকে ফিরিয়ে এনেছে দখলদার ইসরায়েল। বৃহস্পতিবার (২৪ জুলাই) ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস যুদ্ধবিরতির নতুন একটি প্রস্তাব দেয়। যেটি পর্যালোচনা করার তথ্য জানায় ইসরায়েল। এর কয়েক ঘণ্টা পর আলোচনাকারীদের ফিরিয়ে আনার ঘোষণা দেয় দখলদাররা।
যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, হামাসের নতুন প্রস্তাব সম্পর্কে আরও পরামর্শ করার জন্য আলোচকদের ফিরিয়ে আনা হয়েছে।
হামাসের একটি সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে এখনো যুদ্ধবিরতি হওয়া সম্ভব। তবে চুক্তিটি হতে কয়েকদিন সময় লাগতে পারে। তিনি অভিযোগ করেছেন, ইসরায়েলের কারণেই যুদ্ধবিরতি করা সম্ভব হচ্ছে না।
হামাসের সূত্রটি জানিয়েছেন, নতুন প্রস্তাবে একটি ধারা রাখা হয়েছে, যেখানে বলা হয়েছে, অস্থায়ী যুদ্ধবিরতি হবে ৬০ দিনের। এ সময়ের মধ্যে দুই পক্ষ স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি না হতে পারলেও যুদ্ধ শুরু করা যাবে না।
এদিকে মধ্যস্থতাকারী দেশগুলো জানিয়েছে, হামাস নতুন যে প্রস্তাব দিয়েছে সেটিকে তারা এখন পর্যন্ত ‘সবচেয়ে ইতিবাচক’ প্রস্তাব হিসেবে দেখছে তারা।