শিরোনাম ::
প্রাথমিক-মাধ্যমিক বিদ্যালয়ের ছুটি কমানোর উদ্যোগ, নেমে আসতে পারে ৫৬-৬০ দিনে সাবেক এমপি বাহার ও তার মেয়ের ১৭ কোটি টাকা ফ্রিজ করল সিআইডি বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো পুলিশের ৪ ডিআইজিকে টরন্টোতে বাড়ির দাম কমছে কি কমছে না! মাইলস্টোনে বিমান দুর্ঘটনার সময় ভবনটিতে উপস্থিত ছিল প্রায় ৫৯০ শিক্ষার্থী রাজধানীতে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকবিরোধী অভিযান শুরু করেছে সেনাবাহিনী গাজায় ‘খাদ্য কেন্দ্র’ খোলার ঘোষণা ট্রাম্পের, সার্বিক নির্বাহীর দায়িত্বে থাকবে যুক্তরাষ্ট্র গণঅভ্যুত্থানকালে দায়ের করা ১৫ মামলায় পুলিশের চার্জশিট বীরভূমে পাচারচক্র নিয়ে বিস্ফোরক মন্তব্য় মুখ্যমন্ত্রী মমতার মাদকের গডফাদারগুলো ধরা না পড়ার জন্য কিছু সংস্থার দায় রয়েছে
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৮:১০ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রচনার হাত থেকে ফোনটা নিয়ে নিলেন রাহুল, তারপর যা হলো

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১ জুলাই, ২০২৪
রচনার হাত থেকে ফোনটা নিয়ে নিলেন রাহুল, তারপর যা হলো


কলকাতা, ২৮ জুন – গত বছরের ২৭ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন হয়। সেই সংসদ ভবনেই অষ্টাদশ লোকসভা নির্বাচিত সদস্যেরা শপথ নিয়েছেন। প্রথম বারের জন্য সাংসদ হয়েছেন রচনা । রচনা ব্যানার্জি হুগলি লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ তিনি।

এর মধ্যেই লোকসভার অধিবেশন শুরু হয়ে গিয়েছে। দিল্লিতেই রয়েছেন রচনা। সংসদে তার তৃতীয় দিন। রচনা ছাড়াও এ বছর যে অভিনেত্রীরা সাংসদ হয়েছেন, তাদের মধ্যে অন্যতম কঙ্গনা রানাওয়াত। যদিও রচনা জানালেন, কঙ্গনার সঙ্গে তার সাক্ষাৎ হয়নি। তবে দেখা যে হবে, তা নিয়ে তিনি আশাবাদী।

এর মাঝেই রচনার সঙ্গে এক ফ্রেমে বন্দী হলেন রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতা হিসাবে রয়েছেন রাহুল। তৃতীয় দিনে রচনার সঙ্গে ছবি তুললেন তিনি। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আসলে আমি নিজের একটি ছবি তুলছিলাম। তখন উনি নিজের থেকেই এসে বললেন আমি তোমার ছবি তুলে দিচ্ছি। আমার তো ভীষণ মাটির মানুষ মনে হল ওকে। ব্যক্তিগত স্তরে তাকে চিনি না, তবে মনে হল মানুষটি খুব ভাল।’

অভিনেত্রী বললেন, ‘শুধু ছবি তুললে হবে না। কাজটা করতে হবে। সংসদে কথা বলতে হবে। যাতে হুগলির সমস্যার সমাধান হয়। সাহায্য কতটা পাব, জানি না! কিন্তু আওয়াজ তুলতে হবে। সবে কাজ শুরু করেছি। প্রথমেই তো গোল মারা যায় না। একটু সময় নিয়ে দেখেবুঝে নিই সবটা।’

তবে নতুন এই সংসদ ভবনের রূপ দেখে মুগ্ধ রচনা। অভিনেত্রীর কথায়, ‘পুরনো পার্লামেন্ট আমি দেখিনি। আর কখনও রাজনীতিতে আসব ভাবিও নি। সবই ঈশ্বরের ইচ্ছে তাই আমি জিতে এখন এখানে। তবে নতুন সংসদ ভবনের সবটাই মুগ্ধ করার মতো। এমন সম্মাননীয় একটা জায়গা, ৫০০-এর বেশি সাংসদের সঙ্গে সেখানে একসঙ্গে বসা, সেটাই বা কম কী।’

শেষে রচনার সংযোজন, ‘অধিবেশ‌নের মাঝে বিরতি নিয়ে দিদি নম্বর ওয়ানের শুট করতে ফিরে যেতে হবে। ৩০ তারিখে আবার দিল্লি চলে আসব। আমার জন্য একটু কষ্টকর, কারণ দু’টি দিক সামলাতে হবে। হয়তো অধিবেশনে কিছু অংশ আমার ‘মিস্’ ‌হবে, কিন্তু কিছু করার নেই। ‘দিদি নম্বর ওয়ান’-এর জন্যই তো আজ সংসদে আসতে পেরেছি।’

আইএ/ ২৮ জুন ২০২৪





আরো খবর: