রামুতে জুলাই আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে লড়াই ও দেশপ্রেমের চেতনায় নব প্রজন্মকে উজ্জীবিত করার লক্ষ্যে সারাদেশের ন্যায় ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান’ সম্পন্ন হয়েছে।
শনিবার, ২৬ জুলাই সকাল সাড়ে নয়টায় রামু উপজেলা পরিষদের বাঁকখালী মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- রামু উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অ.দা.) রোজিনা আক্তার রুমি।
সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে রামু উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান ভাচুয়ালি যুক্ত শপথ বাক্য পা ঠকরান, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ।
শপথ পাঠ অনুষ্ঠান শেষে রামু উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অ.দা.) রোজিনা আক্তার রুমির সঞ্চালনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন- রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর বাবু, রামু প্রেস ক্লাবের সভাপতি কাজী এম আবদুল্লাহ আল মামুন, কবি দীপক বড়ুয়া, ছাত্র প্রতিনিধি মুমিনুল মুনতাকি ও রামিম।
অনুষ্ঠানে বক্তারা, জুলাই পুনর্জাগরণের চেতনাকে হৃদয়ে ধারণ করে বৈষম্যমুক্ত, সুখি, সমৃদ্ধ দেশে গঠনে দেশের প্রতিটি নাগরিককে ভূমিকা রাখতে হবে। দেশের সব ধর্ম-বর্ণের মানুষ জুলাই বিপ্লবের সুফল ভোগ করতে পারে। ভবিষ্যতে গণতন্ত্রের সঠিক পথে দেশকে এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, জুলাই বিপ্লবে অংশগ্রহনকারি ছাত্র প্রতিনিধি, রামু উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন সুবিধাভোগী নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন- রামু উপজেলা সমাজসেবা কার্যালয়ের শিশু সুরক্ষা সমাজকর্মী হোসনে মোবারক মিনারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।