নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অভিযান চালিয়ে ৩ কোটি ৪২ লাখ টাকা মূল্যের ১ লাখ ১৪ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ তিন নারীকে আটক করেছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে রামু ব্যাটালিয়নের অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে এই অভিযান চালানো হয়।
বিজিবি জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল গোয়ালিয়া নামক স্থানে একটি সন্দেহজনক সিএনজি আটক করে।
সিএনজির তিন যাত্রী— সাবেকুন নাহার (৪০), স্বামী- সাকের আহমেদ; আমিনা আক্তার (৩০), স্বামী- খাইরুল বাশার; এবং সুমাইয়া আক্তার (২১), স্বামী- এবাদুল্লাহ— কে সন্দেহ করা হয়।
তারা সকলেই টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম রঙ্গীখালী দক্ষিণ হ্নীলা গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা বহনের বিষয়টি অস্বীকার করেন। পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশিতে তাদের শরীরের সাথে বিশেষভাবে লুকানো অবস্থায় ১ লাখ ১৪ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৪২ লাখ টাকা।
আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ।