August 12, 2025, 5:34 pm
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

রামু’র কচ্ছপিয়ার আবুল কালাম ৭,৫০০ পিস ইয়াবাসহ র‍্যাবের হাতে আটক

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, জুন ৮, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

রামু’র কচ্ছপিয়ার আবুল কালাম ৭,৫০০ পিস ইয়াবাসহ র‍্যাবের হাতে আটক হয়েছে।

র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী কক্সবাজার সদর থানাধীন ঝিলংজা ইউপিস্থ লিংক রোড এর সিকদার টাওয়ার, ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টার সংলগ্ন পশ্চিম পাশে মাদকদ্রব্য ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল ০৭/০৬/২০২২ ইং তারিখ আনুমানিক ১৮.৩০ ঘটিকায় উক্ত স্থানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মোঃ আবুল কালাম (২২),পিতা- আহমদুর রহমান, মাতা- রাশেদা বেগম,সাং- মৈালভীরকাটা, টেকপাড়া নদীর পশ্চিমকুল, ০৯ নং ওর্য়াড, ৩ নং কচ্ছপিয়া ইউপি, থানা-রামু, জেলা- কক্সবাজার পালানোর চেষ্টা করলে আভিযানিক দল তাকে গ্রেফতার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির দেহ তল্লাশী করে হাতে থাকা পলিথিন ব্যাগ থেকে সর্বমোট ৭,৫০০ (সাত হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট* উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসমূহ টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে তার হেফাজতে রেখে অন্যত্র বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল মর্মে গ্রেফতারকৃত ব্যক্তি জানায়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
ধন্যবাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: