শিরোনাম ::
একাদশে ভর্তির প্রথম ধাপে আবেদনের শেষ সময় ১৫ আগস্ট ২৭তম বিসিএসে বঞ্চিত ১১৩৭ জনকে দ্রুত নিয়োগের নির্দেশনা দিয়ে রায় প্রকাশ পাকিস্তান সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকির জবাবে যা বলল ভারত ইসির প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ ২২ দল, মাঠ পর্যায়ে হবে তদন্ত আগস্টের প্রথম ৯ দিনে রেমিট্যান্স এলো ৬৭ কোটি ৫১ লাখ মার্কিন ডলার বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির আশঙ্কা ‘রাজাকার সবগুলোকে ফাঁসি দিছি, এবার তোদেরও ছাড়ব না’ মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক মালয়েশিয়ায় ড. ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা, পেলেন গার্ড অব অনারও চকরিয়ায় আদালতের নির্দেশে মিথ্যা মামলার বাদি দাদন ব্যবসায়ী নারী ও তাঁর স্বামীর বিরুদ্ধে থানায় মামলা
August 12, 2025, 4:58 am
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

রামু সামাজিক সম্প্রীতি রক্ষায় উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, আগস্ট ১০, ২০২৪

সোয়েব সাঈদ, রামু::

কক্সবাজারের রামুতে সামাজিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন। সভায় দেশের চলমান পরিস্থিতিতে রামুতে বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা সংগঠিত না হওয়ায় সন্তোষ প্রকাশ করে আগামীতেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দলমত নির্বিশেষে সবাইকে সজাগ থাকার আহবান জানানো হয়। ছাত্র-জনতার ঐতিহাসিক এ বিজয় অক্ষুন্ন রাখতে সবাইকে দেশের কল্যাণে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করতে হবে।

বৃহষ্পতিবার, ৮ আগস্ট সকালে রামু উপজেলা পরিষদের হিমছড়ি সম্মেলন কক্ষে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক দল, ধর্মীয়, সামাজিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের অংশগ্রহনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুল ইসলাম। সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বীর শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয় এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

সভায় আরও বক্তব্য রাখেন- রামু উপজেলা বিএনপির সভাপতি মোক্তার আহমদ, সাধারণ সম্পাদক আবুল বশর বাবু, রামু উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ফজলুল্লাহ মোহাম্মদ হাসান, সেক্রেটারী আবু নাঈম মুহাম্মদ হারুন, কক্সবাজার জেলা ওলামা অইমা পরিষদের সভাপতি মাওলানা মুহছেন শরীফ, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন, কক্সবাজার জেলা যুবদলের সহ সভাপতি জাবেদ ইকবাল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহসানুল জুবাইর, মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ রফিক, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, যুগ্ন সাধারণ সম্পাদক আল মাহমুদ ভূট্টো, রামু উপজেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি রিটন বড়ুয়া, রামু উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া বোথাম, রামু উপজেলা যুবদলের আহবায়ক জহির আলম, রামু কেন্দ্রীয় কালী মন্দিরের পুরোহিত সজল ব্রাক্ষ্মন চৌধুরী, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের ভিক্ষু শীলপ্রিয় মহাথের, রামু উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জয়নাল আবেদিন, জাদিপাড়া বৌদ্ধ বিহারের চন্দ্রবোধি ভিক্ষু, রামু উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. ছানা উল্লাহ সেলিম ও সংবাদকর্মী আনিস নাইম।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রামু উপজেলা প্রকৌশলী মঞ্জুর হাসান ভূঁইয়া, রামু উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ফোরকান আহমদ, সহ সভাপতি লিয়াকত আলী, সিনিয়র সহ সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ, রামু উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা নুরুল হাকিম, রামু উপজেলা জামায়াতের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সৈয়দ সোহরাব হোসেন, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মো. সাইফুদ্দিন খালেদ, বাংলাদেশ মুসলিম হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রীতি পরিষদের সাধারণ সম্পাদক দোলন ধর, রামু উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আবদুর রহিম, মাওলানা আবুল ফয়েজ, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আবু বক্কর ছিদ্দিক, বিএনপি নেতা সাইমুন ইসলাম শাহীন, বাবু বড়ুয়া প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: