শিরোনাম ::
রেহানা পারভীনের আত্মস্বীকৃত হত্যাকাণ্ড – DesheBideshe কম্বোডিয়ার সঙ্গে উত্তেজনা, সীমান্তের ৮ বিভাগে সামরিক আইন জারি করলো থাইল্যান্ড জুলাই পদযাত্রায় রাজনৈতিক দল হিসেবে ভালো সাড়া পেয়েছি ‘প্রস্তাবিত শাস্তি কঠোর এবং সামঞ্জস্যহীন’, অপরাজিতা বিল ফেরত পাঠালেন রাজ্যপাল বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মির যৌথ মহড়া শুরু সারা দেশে বিশেষ অভিযানে একদিনে গ্রেপ্তার ১৬২০ বিমানে মাঝ আকাশে যাত্রীর মৃত্যু, রহস্যজনকভাবে মরদেহ উধাও! বদরখালী ভার্চু স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের নিয়ে বেলা’র পরিবেশ বিষয়ক সচেতনতামূলক সেমিনার ফেসবুকে ভেরিফায়েড ‘নকল শাবনূর’, প্রতারণার আশঙ্কায় আসল শাবনূর চট্টগ্রামে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেলের ৩ আরোহীর
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

শারীরিকভাবে উন্নতি হওয়ায় ১৩ জন কেবিনে, ৬ জনের অবস্থা সংকটাপন্ন

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫


ঢাকা, ২৫ জুলাই – উত্তরায় মাইস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ৬ জনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় ১৩ জনকে নেওয়া হয়েছে কেবিনে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ৮ টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন। এ সময় তার সঙ্গে ইনস্টিটিউটের সিনিয়র চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

দুর্ঘটনাটিতে বৃহস্পতিবার দিনের বেলায় চিকিৎসাধীন দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিয়ে শোক প্রকাশ করে ডা. নাসির উদ্দিন বলেন, এখন পর্যন্ত ৪২ জন ভর্তি রয়েছে। এদের মধ্যে ক্রিটিকাল ৬ জনসহ ৮ জনকে আইসিইউতে রাখা হয়েছে। শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হওয়ায় ১৩ জনকে স্থানান্তর করা হয়েছে কেবিনে। তাদেরকে খুব দ্রুতই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা চলছে। পরবর্তীতে তারা ফলোআপ চিকিৎসার জন্য আসবে।

পরিচালক বলেন, বৃহস্পতিবার ভারত থেকে চিকিৎসক দল এসেছেন। এছাড়া বুধবার সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক দলের সঙ্গে আজও মিটিং হয়েছে। চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গেও জুমে মিটিং হয়েছে। স্বাস্থ্য উপদেষ্টাসহ আগত বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে এসব রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এমনকি কোমলমতি এসব শিশুদের চিকিৎসার জন্য পুরো বিশ্ব থেকে সহায়তা হাত বাড়িয়ে দিয়েছে।

আজ দুপুরে সায়মন (১৮) নামে এক শিক্ষার্থীকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। তার শরীরে কোনো ধরনের দগ্ধ হয়নি।



আরো খবর: