ঢাকা, ২৪ জুলাই – বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন আমির হোসেন হত্যা মামলায় যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার মামাতো ভাই শেখ ওয়ালিদুর রহমান হিরাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত এ আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক মো. মাসুদ রানা আসামিকে আদালতে হাজির কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে বুধবার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে শেখ ওয়াহিদুর রহমান হিরাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন জসিম উদ্দিন রোড এলাকায় আন্দোলনে অংশ নেন আমির হোসেন। এদিন বিকেল সাড়ে ৪টায় আসামিদের ছোড়া গুলিতে আহত হলে হাসপাতালে নেওয়া হয়। পরে সন্ধ্যার দিকে মারা যান। এ ঘটনায় গত ২ নভেম্বর উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা খোরশেদ আলম (৫৭)। এ মামলায় হিরা ৬৭ নাম্বার এজাহারনামীয় আসামি।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৪ জুলাই ২০২৫