শিরোনাম ::
প্রাথমিক-মাধ্যমিক বিদ্যালয়ের ছুটি কমানোর উদ্যোগ, নেমে আসতে পারে ৫৬-৬০ দিনে সাবেক এমপি বাহার ও তার মেয়ের ১৭ কোটি টাকা ফ্রিজ করল সিআইডি বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো পুলিশের ৪ ডিআইজিকে টরন্টোতে বাড়ির দাম কমছে কি কমছে না! মাইলস্টোনে বিমান দুর্ঘটনার সময় ভবনটিতে উপস্থিত ছিল প্রায় ৫৯০ শিক্ষার্থী রাজধানীতে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকবিরোধী অভিযান শুরু করেছে সেনাবাহিনী গাজায় ‘খাদ্য কেন্দ্র’ খোলার ঘোষণা ট্রাম্পের, সার্বিক নির্বাহীর দায়িত্বে থাকবে যুক্তরাষ্ট্র গণঅভ্যুত্থানকালে দায়ের করা ১৫ মামলায় পুলিশের চার্জশিট বীরভূমে পাচারচক্র নিয়ে বিস্ফোরক মন্তব্য় মুখ্যমন্ত্রী মমতার মাদকের গডফাদারগুলো ধরা না পড়ার জন্য কিছু সংস্থার দায় রয়েছে
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সীমান্তে অনুপ্রবেশের দায়ে ৪ মিয়ানমার নাগরিক আটক

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

শহিদ রুবেল::

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর নিয়মিত টহল দল বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে অনুপ্রবেশের দায়ে ৪ জন মিয়ানমার নাগরিককে আটক করেছে।

শুক্রবার সকাল ১০টায় ঘুমধুম বিওপি এলাকার দায়িত্বপূর্ণ বেতবুনিয়া স্থান থেকে তাদের আটক করা হয়।

বিজিবি জানায়, ঘুমধুম বিওপি থেকে প্রায় ১.৫ কিলোমিটার পশ্চিমে এবং শুন্যরেখা থেকে ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের দায়ে ৪ জন মিয়ানমার নাগরিককে আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন পুরুষ, একজন মহিলা এবং দুই শিশু রয়েছে। আটককৃতদের পরে বাইশফাঁড়ি বিওপি এলাকার আমবাগান দিয়ে মিয়ানমারে পুশব্যাক করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।


আরো খবর: