শিরোনাম ::
একটি স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা এই রাষ্ট্র আমাদের দেয়নি গাজীপুরে শেখ রেহানার স্বামী ও ছেলের ৩৫৪ শতাংশ জমি জব্দের আদেশ বাংলাদেশের স্বার্থে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার মিশন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের সাথে চূড়ান্ত শুল্ক আলোচনা ২৯ জুলাই থাই-কম্বোডিয়া সীমান্তে উত্তেজনা, বাংলাদেশিদের দূতাবাসের সতর্কবার্তা টানা দু দফা বাড়ার পর এবার দেশের বাজারে কমলো সোনার দাম ‘আমার পাড়া, আমার সমাধান’ নামে নতুন প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা হোয়াইটওয়াশ হাতছাড়া বাংলাদেশের, সম্মান বাঁচল পাকিস্তানের যুদ্ধবিরতির আলোচনাকারী দলকে ফিরিয়ে এনেছে দখলদার ইসরায়েল গণ-অভ্যুত্থানের আগের ১৫ বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা প্রস্তুতির নির্দেশ
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ঘূর্ণিঝড় মোখা : ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১০ মে, ২০২৩


ঢাকা, ১০ মে – বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এ জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কৃষকদের বেশকিছু নির্দেশনা দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

ইতোমধ্যে সংস্থাটির সরেজমিন উইংয়ের পরিচালকের সই করা একটি চিঠি সব জেলা ও উপজেলা কৃষি কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী বঙ্গপোসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। আগামী ১২ অথবা ১৩ মে এর মধ্যে লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা আছে। এসময়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। ফসলের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়ানোর লক্ষ্যে নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করার জন্য দিকনির্দেশনা প্রদান করা হলো।

নির্দেশনাগুলো হলো-

১। পাকা ধান (৮০ শতাংশ), পরিপক্ব আম ও অন্যান্য সংগ্রহ উপযোগী ফসল দ্রুত সংগ্রহ করার জন্য কৃষকদের পরামর্শ প্রদান।

২। কৃষকদের মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কার সতর্কতামূলক তথ্য মাঠে ব্যাপক প্রচার-প্রচারণার ব্যবস্থা গ্রহণ করা।

৩। সার্বক্ষণিক কর্মস্থলে থেকে কৃষকদের পরামর্শ প্রদানের জন্য কৃষকের পাশে থাকা।

৪। আবহাওয়া সংক্রান্ত যেকোনো তথ্য ও পরামর্শের জন্য বিএএমআইএস পোর্টাল অনুসরণ করতে হবে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১০ মে ২০২৩


আরো খবর: