শিরোনাম ::
চাঁদপুরে মেঘনার পানি বিপৎসীমার ওপরে, প্লাবিত উপকূলীয় অঞ্চল রেহানা পারভীনের আত্মস্বীকৃত হত্যাকাণ্ড – DesheBideshe কম্বোডিয়ার সঙ্গে উত্তেজনা, সীমান্তের ৮ বিভাগে সামরিক আইন জারি করলো থাইল্যান্ড জুলাই পদযাত্রায় রাজনৈতিক দল হিসেবে ভালো সাড়া পেয়েছি ‘প্রস্তাবিত শাস্তি কঠোর এবং সামঞ্জস্যহীন’, অপরাজিতা বিল ফেরত পাঠালেন রাজ্যপাল বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মির যৌথ মহড়া শুরু সারা দেশে বিশেষ অভিযানে একদিনে গ্রেপ্তার ১৬২০ বিমানে মাঝ আকাশে যাত্রীর মৃত্যু, রহস্যজনকভাবে মরদেহ উধাও! বদরখালী ভার্চু স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের নিয়ে বেলা’র পরিবেশ বিষয়ক সচেতনতামূলক সেমিনার ফেসবুকে ভেরিফায়েড ‘নকল শাবনূর’, প্রতারণার আশঙ্কায় আসল শাবনূর
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৮:৩৮ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পেকুয়ায় বন্দুক ও কার্তুজসহ যুবক আটক

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২

কক্সবাজারের পেকুয়ায় দেশীয় তৈরী দুটি এক নলা বন্দুক (এলজি) ও ৮ রাউন্ড তাজা কার্তুজসহ জয়নাল আবেদীন (৩২) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১৫।

এসময় আবুল শামা নামের আরেক যুবক পালিয়ে যায়। শনিবার (২৯ জানুয়ারি) ভোরে পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব সরকারি ঘোনা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

জয়নাল আবেদীন পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব সরকারি ঘোনা এলাকার মৃত বদিউল আলমের ছেলে। পালিয়ে যাওয়া সহযোগী একই এলাকার আহমদ শফির ছেলে আবুল শামা (২৬)।

র‌্যাব-১৫ কক্সবাজার এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী বলেন, গোপন সংবাদে আমরা জানতে পারি পূর্ব সরকারি ঘোনা এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের জন্য মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে। সেখানে অভিযান চালানো হয়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় জয়নালকে আটক করা হয়। তবে কৌশলে আবুল শামা পালিয়ে যায়।

পরে জয়নালের দেহ ও তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৮ রাউন্ড তাজা কার্তুজ, দেশীয় তৈরি দুটি এক নলা বন্দুক উদ্ধার করা হয়। আটক জয়নালের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পেকুয়া থানার অপারেশন অফিসার (এসআই) মোজাম্মেল হোসেন বলেন, জয়নাল আবেদীন নামের এক যুবককে দুটি বন্দুক ও কার্তুজসহ থানায় হস্তান্তর করেছেন। সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আরো খবর: