শিরোনাম ::
টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক ১ রাত ১টার মধ্যে দেশের ৯ অঞ্চলে বজ্রসহ ঝড়ের আভাস একসঙ্গে ইসির ৭১ কর্মকর্তা বদলি মিয়ানমারের অভ্যন্তরে দাফায় দফায় গোলাগুলি, নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির কড়া নজরদারি দুইদিনেও মিয়ানমারে ফিরে যেতে পারেনি সেন্ট মার্টিনে অনুপ্রবেশ করা ২০ রোহিঙ্গা কক্সবাজার সৈকতে ভাঙন, লোকালয়ে জোয়ারের পানি অবশেষে মালয়েশিয়ায় আলোচনায় বসতে রাজি থাইল্যান্ড-কম্বোডিয়া চাঁদাবাজির মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাসহ চারজন সাত দিনের রিমান্ডে যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং উড়োজাহাজ কিনবে সরকার এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী এবং পুলিশ কমিশন গঠনে দলগুলো একমত
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

গাজায় বোমা মেরে সমর্থন হারাচ্ছে ইসরায়েল

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
গাজায় বোমা মেরে সমর্থন হারাচ্ছে ইসরায়েল


ওয়াশিংটন, ১৩ ডিসেম্বর – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজায় নির্বিচারে বোমা হামলায় ইসরায়েল সমর্থন হারাচ্ছে। বেনিয়ামিন নেতানিয়াহুর উচিত তার কট্টরপন্থী সরকারের পরিবর্তন করা।

মঙ্গলবার তিনি এসব মন্তব্য করেন, যার মধ্য দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে তার সম্পর্কের নতুন ফাটল উন্মোচিত হচ্ছে। খবর রয়টার্সের।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে নিতে যাওয়া বাইডেন তার নির্বাচনী ক্যাম্পেইনে অর্থদাতাদের উদ্দেশে ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে কথা বলেন।

বাইডেন বলেন, ইসরায়েলের নিরাপত্তা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করতে পারে। তবে এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি কিছু রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন আছে, ইউরোপ আছে, বিশ্বের অধিকাংশই আছে… কিন্তু তারা (ইসরায়েল) নির্বিচারে বোমা হামলার মাধ্যমে সমর্থন হারাচ্ছে।

৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। জবাবে ইসরায়েল গাজায় হামলা চালায়। সেখানে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১৮ হাজার লোকের প্রাণ গেছে। আর আহত হয়েছেন ৫০ হাজারের বেশি। আর উপত্যকাটিতে মানবিক সংকট তৈরি হয়েছে।

তহবিল সংগ্রহে গিয়ে বাইডেন ইসরায়েলের কট্টর ডানপন্থী রাজনীতিবিদ ও দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের কথা উল্লেখ করে বলেন, এটি ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে রক্ষণশীল সরকার।

তিনি বলেন, তাকে (নেতানিয়াহু) এ সরকারের পরিবর্তন করতে হবে। ইসরায়েলের এ সরকার পরিস্থিতি খুব কঠিন করে তুলছে।

বাইডেন স্বীকার করেন, ইসরায়েলি কট্টরপন্থীরা ফিলিস্তিনি রাষ্ট্রের বিরোধিতা করে। এ নিয়ে তিনি বলেন, ইসরায়েল ফিলিস্তিনি রাষ্ট্রকে না বলতে পারে না।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ১৩ ডিসেম্বর ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::গাজায় বোমা মেরে সমর্থন হারাচ্ছে ইসরায়েল first appeared on DesheBideshe.



আরো খবর: