August 17, 2025, 8:03 am
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

চকরিয়ায় আচরণ বিধি লঙ্ঘনের দায়ে সাত প্রার্থীকে ৩২ হাজার টাকা জরিমানা

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, মে ১৩, ২০২৪

কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে সাতজন প্রার্থীকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়েছে। শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চকরিয়া উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মদ ইরফান উদ্দিন প্রার্থী কতৃক নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ নিশ্চিত হয়ে মোট ৩২ হাজার টাকা জরিমানা করেছেন।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মদ ইরফান উদ্দিন। তিনি বলেন, উপজেলা পরিষদ (নির্বাচনী আচরণ) বিধিমালা ২০১৬ এর ধারা লঙ্ঘনের অপরাধে চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দিতায় থাকা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের ৭ জন প্রার্থীকে সাতটি মামলায় মোট ৩২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তার নির্দেশনার আলোকে চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মাঠ-ঘাটে আচরণবিধি ভঙ্গের অভিযোগ পাওয়া সাপেক্ষে প্রার্থী এবং তাদের লোকজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই অভিযান নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময় পর্যন্ত উপজেলার সর্বত্রে পরিচালিত হবে। ##

ছবি আছে
চকরিয়ায় নির্বাচনী মাঠে অভিযানে রয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ ইরফান উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: