শিরোনাম ::
জুলাই সনদের খসড়ায় রয়েছে যে সাতটি অঙ্গীকার প্রাথমিক-মাধ্যমিক বিদ্যালয়ের ছুটি কমানোর উদ্যোগ, নেমে আসতে পারে ৫৬-৬০ দিনে সাবেক এমপি বাহার ও তার মেয়ের ১৭ কোটি টাকা ফ্রিজ করল সিআইডি বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো পুলিশের ৪ ডিআইজিকে টরন্টোতে বাড়ির দাম কমছে কি কমছে না! মাইলস্টোনে বিমান দুর্ঘটনার সময় ভবনটিতে উপস্থিত ছিল প্রায় ৫৯০ শিক্ষার্থী রাজধানীতে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকবিরোধী অভিযান শুরু করেছে সেনাবাহিনী গাজায় ‘খাদ্য কেন্দ্র’ খোলার ঘোষণা ট্রাম্পের, সার্বিক নির্বাহীর দায়িত্বে থাকবে যুক্তরাষ্ট্র গণঅভ্যুত্থানকালে দায়ের করা ১৫ মামলায় পুলিশের চার্জশিট বীরভূমে পাচারচক্র নিয়ে বিস্ফোরক মন্তব্য় মুখ্যমন্ত্রী মমতার
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৮:২৪ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

৩৫ কেজি ওজন বাড়িয়েছেন নাঈম

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১৫ মে, ২০২৪
৩৫ কেজি ওজন বাড়িয়েছেন নাঈম


ঢাকা, ১৩ মে – শরীরের ওজন বেশি থাকা মোটেই ভালো লক্ষণ নয়। নানা রোগ ডেকে আনে এটি। তাইতো সবাই ওজন কমানোর মিশনে নেমে পড়েন খেয়ে না খেয়ে। সেখানে উল্টো ৩৫ কেজি ওজন বাড়িয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা এসএফ নাঈম। তাও মাত্র কয়েক মাসে। কিন্তু কেন?

আসলে চরিত্রের প্রয়োজনে শরীরের ওজন বাড়াতে হয়েছে তাকে। ‘কালপুরুষ’ নামে একটি ওয়েব সিরিজে মিরাজ চরিত্রে অভিনয় করেছেন নাঈম। সেই চরিত্রকে ফুটিয়ে তুলতেই শরীরের ওজন ৩৫ কেজি বাড়াতে হয়েছে তাকে। শিল্পীরা যে চরিত্রের প্রয়োজনে সব করতে পারেন, এটা তারই প্রমাণ।

সম্প্রতি মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘কালপুরুষ’-এর টিজারটি। সালজার রহমানের পরিচালনায় সিরিজটি খুব শিগগিরই মুক্তি পাবে চরকিতে। প্রায় ১ মিনিটের এই টিজার মুক্তির পর সবচেয়ে বেশি চোখে পড়েছেন এফএস নাঈমকে। সেটা তার শরীরের বাড়তি ওজনের কারণে।

এ নিয়ে নেট দুনিয়ায়ও বেশ আওয়াজ উঠেছে। কারণ, অভিনেতা এসএফ নাঈমকে সবাই ফিট ও স্বাস্থ্য সচেতন হিসেবেই চেনেন। সেখান থেকে অভিনয়ের জন্য এত ওজন বৃদ্ধির প্রক্রিয়াটা খানিকটা কঠিনই ছিল তার জন্য। বডি ট্রান্সফরমেশনের এই জার্নিটা আসলে কেমন ছিল নাঈমের জন্য?

অভিনেতা বলেন, ‘আসলে চরিত্রটা ধারণ করার জন্যই এমন করা। অর্থাৎ মিরাজ চরিত্রটা যেভাবে হাঁটে, কথা বলে, ঘুমায় সেই রকম একটা চরিত্রের কাছাকাছি পৌঁছানোর জন্যই ৩৫ কেজি ওজন বাড়িয়েছি। এটা শুধু বডি ট্রান্সফরমেশন বললে হবে না, অনেক বড় একটা মনস্তাত্ত্বিক জার্নি ছিল।’

‘কালপুরুষ’-এর টিজারের শেষে বেশ চমক দিতে হাজির হন চঞ্চল চৌধুরী। এছাড়া প্রথমবারের মতো চরকিতে দেখা যাবে তানজিকা আমিন ও জয়ন্ত চট্টোপাধ্যায়কে। আরও রয়েছেন ইমতিয়াজ বর্ষণ, রেজওয়ান পারভেজসহ অনেকে।

পরিচালক সালজার রহমান বলেন, ‘সিরিজটি মার্ডার মিস্ট্রি হলেও একদম ভিন্ন রকমের উপস্থাপন দেখা যাবে। একটা হত্যা মামলার সমাধান করতে গিয়ে নানা কিছু ঘটতে থাকে মিরাজের (নাঈম) সঙ্গে। সেই ঘটনাগুলো ধরে এগোতে থাকে সিরিজের গল্প। সিরিজটি নিয়ে আমি আশাবাদী।’

আইএ/ ১৩ মে ২০২৪





আরো খবর: