শিরোনাম ::
৫ আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই আইএমও নির্বাচনে সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন চাইলেন নৌপরিবহন উপদেষ্টা গভীর সমুদ্রে মাছ ধরা ও প্রাণিসেবা আধুনিকায়নের আহ্বান প্রধান উপদেষ্টার গাজীপুরে বাড়ছে নির্বাচনী আসন, কমছে বাগেরহাটে শেখ হাসিনার রাতের ভোটের পরামর্শদাতা তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারী! রাষ্ট্র মেরামতের এ সুযোগ কোনোভাবেই মিস করলে চলবে না তাবলিগ জামাতের দুইপক্ষের বিবাদ মেটাতে কমিটি গঠন করছে সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশেষ সুবিধা নিয়ে মাউশির নতুন নির্দেশনা জামায়াত আমীরের হার্টে একাধিক ব্লক, জরুরি ভিত্তিতে বাইপাস সার্জারির সিদ্ধান্ত ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের পদত্যাগে বাধ্য করার চেষ্টা হচ্ছে
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০২:৩৩ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে পৃথক অভিযানে ১লাখ ইয়াবা উদ্ধার,আটক-২

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

আব্দুস সালাম, টেকনাফ;

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।এসময় দুই মিয়ানমারের নাগরিককে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন,মিয়ানমার মংডু শহরের নাগপুরা এলাকার সাব্বির আহমেদের ছেলে মো. রফিক মিয়া(৪২)একই এলাকার আব্দুল হাকিমের ছেলে মো. রুহুল আমিন (২৫)।

এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

তিনি জানান, সোমবার (৪নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-১২ হতে আনুমানিক ১.৫ কি. মি. উত্তরপশ্চিম দিকে শ্মশান ঘাট নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে।এমন তথ্যে হ্নীলা বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ টহলদল ঐ এলাকায় অভিযান চালায়।
এসময় দুইজন ব্যক্তিকে একটি ব্যাগসহ আটক করতে সক্ষম হয়।পরে ধৃতদের হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে ৫০হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়া অপরদিকে একই দিন ভোরে উনচিপ্রাং রমজানের ঘের নামক এলাকা অভিযান চালায়।এসময় দূর থেকে বিজিবি উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গেঞ্জি দিয়ে মোড়ানো একটি পোটলা ফেলে দিয়ে পার্শ্ববর্তী ধানক্ষেতের ভিতরে পালিয়ে যায়।পরে ফেলে যাওয়া পোটলা ভেতর থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।ওই সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক মিয়ানমারের নাগরিকদের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন।


আরো খবর: