শিরোনাম ::
প্রাথমিক-মাধ্যমিক বিদ্যালয়ের ছুটি কমানোর উদ্যোগ, নেমে আসতে পারে ৫৬-৬০ দিনে সাবেক এমপি বাহার ও তার মেয়ের ১৭ কোটি টাকা ফ্রিজ করল সিআইডি বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো পুলিশের ৪ ডিআইজিকে টরন্টোতে বাড়ির দাম কমছে কি কমছে না! মাইলস্টোনে বিমান দুর্ঘটনার সময় ভবনটিতে উপস্থিত ছিল প্রায় ৫৯০ শিক্ষার্থী রাজধানীতে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকবিরোধী অভিযান শুরু করেছে সেনাবাহিনী গাজায় ‘খাদ্য কেন্দ্র’ খোলার ঘোষণা ট্রাম্পের, সার্বিক নির্বাহীর দায়িত্বে থাকবে যুক্তরাষ্ট্র গণঅভ্যুত্থানকালে দায়ের করা ১৫ মামলায় পুলিশের চার্জশিট বীরভূমে পাচারচক্র নিয়ে বিস্ফোরক মন্তব্য় মুখ্যমন্ত্রী মমতার মাদকের গডফাদারগুলো ধরা না পড়ার জন্য কিছু সংস্থার দায় রয়েছে
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ায় ছাত্রলীগ নেতা অস্ত্রসহ আটকের ঘটনায় মামলা

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় নাশকতার পরিকল্পনা করার সময় দেশীয় তৈরি ওয়ান শুটারগান (এলজি) ও বিপুল পরিমাণ লাঠিসোটাসহ নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক সালা উদ্দিনকে অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। সে জালিয়াপালং ইউনিয়নের হাজী নুরুল ইসলামের ছেলে।

জানা গেছে, শনিবার ( ৯ নভেম্বর) রাত ১২ টার দিকে পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ ঘটনায় উখিয়া থানার উপ-পরিদর্শক মো: ইকবাল হোসেন বাদী হয়ে সালা উদ্দিন প্রধান আসামী করে ৯জনের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা রুজু করে। যার মামলা নং ১২, তারিখ- ১০/১১/২০২৪ইং।

অপরাপর আসামীরা হলো- পালংখালী ৪নং ওয়ার্ডের বাসিন্দা মো: ইউসুফের ছেলে মিজানুর রহমান (১৯), শাহ আলমের ছেলে রিয়াজ উদ্দিন জিসান (২২), জালিয়াপালং পাইন্যাশিয়া গ্রামের জমির উদ্দিনের ছেলে তারেক হোসেন মানিক (৩০), বালুখালীর মৃত হোসেন আহাম্মদ এর ছেলে ফজল কাদের ভুট্টো, পালংখালী ৮নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আহমদ উল্লাহর ছেলে আলী আহমদ (৪২), জালিয়াপালং পাইন্যাশিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে ওসমান জয় মানিক (২৬), বালুখালী ২নং ওয়ার্ডের মৃত নুর আহমদের ছেলে সৈয়দ নুর (৩৮), মৃত নুর আহমদের ছেলে আলমগীর (৩৩) সহ অজ্ঞাতনামা ৩/৪ জন।

উখিয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোছাইন জানিয়েছেন অস্ত্রসহ ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাপর আসামীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
###


আরো খবর: