কুতুবদিয়া প্রতিনিধি::
কুতুবদিয়ায় সুবিধাবঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে নৌবাহিনী। সোমবার উপজেলায় বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মাঠে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে নৌবাহিনীর মেডিকেল দল।
নৌ কন্টিনজেন্ট কুতুবদিয়ার ব্যবস্থাপনায় বানৌজা উপশমের অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক দল ক্যাম্পেইনে সাধারণ রোগের পাশাপাশি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদেরও চিকিৎসা প্রদান করা হয়।
দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পেইনে কুতুবদিয়া উপজেলার দূর্গম এলাকা হতে আগত নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী প্রায় চার শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
এসময় চিকিৎসা সেবাগ্রহীতাদের মাঝে স্বস্তি দেখা গেছে এবং প্রতি মাসে এই ধরনের মেডিকেল ক্যাম্পেইন করতে অনুরোধ করেন। পাশাপাশি নৌবাহিনীর এই মহৎ উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সেবাগ্রহীতারা।