শিরোনাম ::
৫ আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই আইএমও নির্বাচনে সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন চাইলেন নৌপরিবহন উপদেষ্টা গভীর সমুদ্রে মাছ ধরা ও প্রাণিসেবা আধুনিকায়নের আহ্বান প্রধান উপদেষ্টার গাজীপুরে বাড়ছে নির্বাচনী আসন, কমছে বাগেরহাটে শেখ হাসিনার রাতের ভোটের পরামর্শদাতা তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারী! রাষ্ট্র মেরামতের এ সুযোগ কোনোভাবেই মিস করলে চলবে না তাবলিগ জামাতের দুইপক্ষের বিবাদ মেটাতে কমিটি গঠন করছে সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশেষ সুবিধা নিয়ে মাউশির নতুন নির্দেশনা জামায়াত আমীরের হার্টে একাধিক ব্লক, জরুরি ভিত্তিতে বাইপাস সার্জারির সিদ্ধান্ত ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের পদত্যাগে বাধ্য করার চেষ্টা হচ্ছে
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ভুয়া র‍্যাবকে আসল র‍্যাবের ধাওয়া, দুপক্ষকেই জনতার পিটুনি

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫


ফরিদপুর, ২৯ জুলাই – ফরিদপুরের নগরকান্দায় প্রকৃত র‍্যাব সদস্য ও ভুয়া র‍্যাব পরিচয়দানকারীদের একত্রে আটকে মারধর করেছে জনতা। এ ঘটনায় তাদের ব্যবহৃত মাইক্রোবাস ভাঙচুরের ঘটনাও ঘটে।

সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চর যশোরদী ইউনিয়নের জয়বাংলার মোড় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি মাইক্রোবাস দ্রুতগতিতে জয়বাংলা মোড় অতিক্রম করছিল। এর মধ্যে একটি গাড়ি থেকে বারবার বাঁশি বাজানোর শব্দ শুনে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তারা মহাসড়কে ব্যারিকেড দিয়ে প্রথম মাইক্রোবাসটি থামায়। গাড়িতে থাকা ব্যক্তিরা নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দিলেও কারও গায়ে র‍্যাবের পোশাক ছিল না। এতে সন্দেহ বেড়ে যায়। ভুয়া র‍্যাব পরিচয়দানকারীরা গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করলে জনতা তাদের ধাওয়া দিয়ে ঘিরে ফেলে এবং মারধর করে।

এ সময় পেছন থেকে ধাওয়া করে আসা প্রকৃত র‍্যাব সদস্যদের বহনকারী আরেকটি মাইক্রোবাস ঘটনাস্থলে পৌঁছায়। তবে তারা সবাই সাদা পোশাকে ছিলেন। তারা ভুয়া র‌্যাব পরিচয়দানকারীদের জনতার কাছ থেকে সরিয়ে আটক করতে গেলে তাদেরও জনতার রোষানলে পড়তে হয়।

ঘটনার খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে প্রকৃত র‌্যাব ও ভুয়া র‌্যাব পরিচয়দানকারীদের উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার তারিকুল ইসলাম বলেন, র‌্যাব-১০-এর হেডকোয়ার্টার থেকে একটি টিম ডাকাতদলকে ধাওয়া করছিল। স্থানীয় লোকজন ভুল বুঝে র‌্যাব ও ভুয়া র‌্যাব সদস্যদের একসঙ্গে পিটিয়েছে। র‌্যাব সদস্যরা সাদা পোশাকে থাকায় এ বিভ্রান্তি সৃষ্টি হয়।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৯ জুলাই ২০২৫



আরো খবর: