শিরোনাম ::
আটকের ভয়ে গুরুগ্রাম ছাড়ছেন পশ্চিমবঙ্গের বহু বাংলাভাষী মুসলিম বাসিন্দা অভিজিৎ রায় হত্যা মামলায় জামিন পেলেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ফারাবি আজই জুলাই সনদের খসড়া চূড়ান্ত করতে চায় কমিশন রাশিয়ায় ভূমিকম্পের পর কামচাটকা উপদ্বীপে ক্ল্যুচেভস্কয় আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে নিলেন বন্ধু সৌরভ গাজায় ইসরায়েলি হামলায় একদিনেই নিহত ১০৪, আহত ৩৯৯ জন তিন বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা এনসিপির “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচি সমাপ্ত কৃষি খাতে অত্যাধুনিক ড্রোনপ্রযুক্তি হস্তান্তরসহ একসঙ্গে কাজ করতে আগ্রহী চীন নির্বাচনী বিরোধ ঠেকাতে নতুন আইন পাশ করল মিয়ানমার জান্তা
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সবচেয়ে ভয়ংকর অ-পারমাণবিক বোমা উন্মোচন করল তুরস্ক

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ৩০ জুলাই, ২০২৫


আঙ্কারা, ২৯ জুলাই – নিজেদের সবচেয়ে ভয়ংকর অ-পারমাণবিক বোমা ‘গাজাপ’ বানিয়েছে তুরস্ক। সোমবার সমরাস্ত্র মেলায় প্রদর্শন করা হয়েছে এই বোমাটি। তুর্কি ভাষায় এর নাম ‘রাথ’। ৯৭০ কেজি (দুই হাজার পাউন্ড) ওজনের এই বোমাটি থার্মোবারিক ও উচ্চ-বিভাজন ক্ষমতাসম্পন্ন, আঘাতের সময় প্রায় ১০ হাজার ধাতব টুকরো ছড়িয়ে দিতে সক্ষম এবং একইসঙ্গে তীব্র অতিরিক্ত চাপ ও তাপ তরঙ্গ সৃষ্টি করে। এই বোমা বিশেষভাবে শক্তিশালী সামরিক স্থাপনা, ভূগর্ভস্থ টানেল, বাঙ্কার এবং শহুরে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) ইস্তাম্বুল ফেয়ার সেন্টারে শেষ হওয়া প্রতিরক্ষা প্রদর্শনীতে ‘গাজাপ’ ও ‘হায়ালেট’ (ভূত) বোমা দুটি প্রথমবারের মতো প্রদর্শিত হয়েছে।

বোমাটি তৈরি করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্থা ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার’ (আরডিসি)।

আরডিসির গবেষক দলের নেত্রী নিলুফার কুজুলু সাংবাদিকদের জানিয়েছেন, ‘গাজাপ’ বোমাটি বর্তমানে প্রচলিত স্ট্যান্ডার্ড এমকে সিরিজ ঘরানার এবং এই ঘরানার যত বোমা বর্তমান পৃথিবীতে প্রচলিত আছে, সেগুলোর তুলনায় তিনগুণ বেশি শক্তিশালী।

এমকে সিরিজ ঘরানার অন্যান্য বোমার মতো গাজাপও এরিয়াল, অর্থাৎ বিমান থেকে নিক্ষেপযোগ্য বোমা। তবে সব যুদ্ধবিমান থেকে এই বোমা নিক্ষেপ করা যাবে না। শুধু এফ ১৬ এবং এফ ৪ ফ্যান্টম এয়ারক্রাফট যুদ্ধবিমান থেকেই ছোড়া যাবে গাজাপ।

‘গাজাপের শক্তি ও ধ্বংসাত্মক ক্ষমতা পারমাণবিক বোমার পরেই। অর্থাৎ বর্তমানে বিশ্বে পরমাণু বোমা ব্যতীত সবচেয়ে শক্তিশালী যেসব বোমা রয়েছে, গাজাপ সেসবের মধ্যে অন্যতম ও শীর্ষস্থানীয়’, সাংবাদিকদের বলেছেন নিলুফার।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৯ জুলাই ২০২৫

 



আরো খবর: