শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ইউক্রেন যুদ্ধ বন্ধ ও শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য রাশিয়াকে ১০ দিনের সময় দিলেন ট্রাম্প

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ৩০ জুলাই, ২০২৫


ওয়াশিংটন, ৩০ জুলাই – ইউক্রেন যুদ্ধ বন্ধ ও একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য রাশিয়াকে জন্য ‘১০-১২’ দিনের একটি নতুন সময়সীমা নির্ধারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, না হলে দেশটিকে নতুন নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে।

বুধবার (৩০ জুলাই) আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার এয়ার ফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধ না হলে আমরা শুল্ক আরোপ করব এবং অন্যান্য ব্যবস্থা নেব।

তিনি বলেন, রাশিয়া মনে হয় যুদ্ধ চালিয়ে যেতে চায়। তবে আমরা শুল্কসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেব।

ট্রাম্প আরও জানান, সোমবার তিনি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ও ‘সেকেন্ডারি ট্যারিফ’ বা রাশিয়ার সঙ্গে ব্যবসা করা তৃতীয় দেশগুলোর ওপরও শুল্ক আরোপের হুমকি দেন। সেসময় তিনি যুদ্ধ থামাতে রাশিয়াকে ১০ থেকে ১২ দিনের সময় দেন, যা আগের ৫০ দিনের সময়সীমার তুলনায় অনেক কম।

জেলেনস্কি বলেন, জীবন বাঁচাতে এবং এই ভয়াবহ যুদ্ধ বন্ধ করার দিকে মনোনিবেশ করার জন্য আমি ট্রাম্পকে ধন্যবাদ জানাই। তবে, ক্রেমলিনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ৩০ জুলাই ২০২৫

 



আরো খবর: