শিরোনাম ::
এবারের নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক নিয়ে মার্কিন দূতাবাসের বক্তব্য জুলাই ঘোষণাপত্রকে সাধুবাদ জানিয়ে যা বললেন নুর ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে হতাশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির জুলাই ঘোষণাপত্র ও নির্বাচন, প্রধান উপদেষ্টার ২ ঘোষণাকেই স্বাগত জানাল বিএনপি খুলনায় দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে চরমপন্থী দলের নেতা নিহত বিশ্ববিদ্যালয়গুলো আর কখনই রাজনৈতিক সন্ত্রাসের ঘাঁটি হবে না কোচবিহারে শুভেন্দুর কনভয়ে হামলা, কয়েকটি গাড়িও ভাঙচুর এবার শাহরুখ খানের প্রতিবেশী হলেন আমির খান! ট্রাম্পের নতুন হুমকির পর ভারতের পাশে দাঁড়াল রাশিয়া
August 6, 2025, 7:27 am
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

জুলাই সনদ নিয়ে ভাইরাল চিঠির বিষয়ে যা বলছে পুলিশ সদরদপ্তর

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, আগস্ট ৩, ২০২৫


ঢাকা, ০২ আগস্ট – জুলাই সনদকে কেন্দ্র করে পুলিশের বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত একটি চিঠি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ‌চিঠিটিতে বিভিন্ন দাবি জানানো হয়েছে। তবে, পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া চিঠিটি সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন।

শনিবার (২ আগস্ট) রাতে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানায়,‌ সম্প্রতি পুলিশ সদর দপ্তরের নামে একটি ভুয়া চিঠি সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন মাধ্যমে প্রচারিত হচ্ছে। চিঠিতে পুলিশ সদর দপ্তরের লেটারহেড ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের বক্তব‍্য নিম্নরূপ—

১। চিঠিটি বাংলাদেশ পুলিশের কোনো দপ্তর থেকেই ইস্যু করা হয়নি।

এ ধরনের ভুয়া চিঠি তৈরি বা প্রচারে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে পুলিশ সদর দপ্তর।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০২ আগস্ট ২০২৫



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: