কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নিয়মিত তল্লাশি অভিযানে ১ হাজার ৯৬৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক এফডিএমএন (Forcibly Displaced Myanmar Nationals) সদস্যকে আটক করা হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যায় রেজুখাল চেকপোস্ট এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি জানায়, ওইদিন সন্ধ্যা ৭টা কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজুখাল চেকপোস্টের একটি টহল দল সোনারপাড়া থেকে কক্সবাজারগামী একটি সিএনজি অটোরিক্সা থামিয়ে তল্লাশি চালায়।
এ সময় যাত্রী এনায়েত উল্লাহ (পিতা: মৃত আব্দুর জব্বার), উখিয়ার বালুখালী এফডিএমএন ক্যাম্প-০৮, ব্লক বি/৪৮, এর পায়ে কালো টেপে মোড়ানো একটি প্যাকেট পাওয়া যায়।
প্যাকেট খুলে দেখা মোট ১ হাজার ৯৬৮ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এছাড়া মাদক পাচারে ব্যবহৃত একটি স্মার্টফোনও জব্দ করা হয়। আটক আসামীকে ইয়াবা ও জব্দকৃত মালামালসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, “দায়িত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, জনমনে স্বস্তি ফিরিয়ে আনা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।”