ঢাকা, ১৫ আগস্ট – সুপ্রিম কোর্ট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ দেশের সব আদালত-ট্রাইব্যুনাল চত্বরে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য, মাদকদ্রব্য ও অবৈধ বস্তু বহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইন ও অন্যান্য প্রযোজ্য আইনে ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞার দেওয়া এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে। গত ১২ আগস্ট সুপ্রিম কোর্টের এনেক্স ভবনে (এই ভবনে হাইকোর্ট বেঞ্চ বসে) ঢোকার সময় মাদকসহ ধরা পড়েন এক ব্যক্তি।
তার কাছ থেকে চার পিস ইয়াবা, এক বোতল মদ, সিগারেটের ভেতর লুকানো হেরোইন, পাঁচটি মোবাইল ফোন এবং বেশ কয়েকটি লাইটার উদ্ধার করা হয়। পরে তাকে পুলিশে দেওয়া হয়। এর আগে গত ৩ আগস্ট বৈধ অস্ত্র নিয়ে সুপ্রিম কোর্ট চত্বর থেকে দুই ব্যক্তিকে আটক করে পুলিশ।
নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে সুপ্রিম কোর্টে আসা কিছু বিচারপ্রার্থী, মামলা সংশ্লিষ্ট ব্যক্তিরা আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য, মাদকদ্রব্যসহ অবৈধ বস্তু বহন করছেন।
এতে আদালতের নিরাপত্তা, শান্তিপূর্ণ পরিবেশ এবং বিচারকাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
শুধু তাই নয়, এতে বিচারপতি, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারীসহ বিচারপ্রার্থীদের নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে। ফলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া বৈধ লাইসেন্সধারী হলেও সুপ্রিম কোর্ট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল চত্বরে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য, মাদক দ্রব্যসহ অবৈধ বস্তু বহনে নিষেধাজ্ঞা দেওয়া হলো। এই নির্দেশ লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইন ও অন্যান্য প্রযোজ্য আইনের আওতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে আইনজীবী, আইনজীবী সহকারী, কর্মকর্তা-কর্মচারী এবং বিচারপ্রার্থীদের এ বিষয়ে সচেতন থাকতে বলা হয়েছে। নিষেধাজ্ঞার এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সূত্র: কালের কণ্ঠ
এনএন/ ১৫ আগস্ট ২০২৫
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::দেশের সব আদালত-ট্রাইব্যুনাল চত্বরে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ও মাদক বহনে নিষেধাজ্ঞা first appeared on DesheBideshe.