শিরোনাম ::
পেকুয়ায় বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় মামলা এমএসএফ হাসপাতাল সরিয়ে নেওয়ার পরিকল্পনা : মানবিক উদ্যোগ নাকি নতুন সংকটের সূচনা? উখিয়ায় ১০ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার বর্তমান সংবিধানের ভিত্তিতে নির্বাচন হলে সেই নির্বাচনে অংশগ্রহণ করবে না এনসিপি রাজধানীর মোহাম্মদপুর কৃষিমার্কেট পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা আগামী পাঁচদিনের মধ্যে বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা টেকনাফে আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার সৌন্দর্যের ঋতু শরতের প্রথম দিন আজ নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ গ্রেপ্তার-১ রাজশাহীতে কোচিং সেন্টার থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার
August 16, 2025, 6:31 pm
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

দেশের সব আদালত-ট্রাইব্যুনাল চত্বরে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ও মাদক বহনে নিষেধাজ্ঞা

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫


ঢাকা, ১৫ আগস্ট – সুপ্রিম কোর্ট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ দেশের সব আদালত-ট্রাইব্যুনাল চত্বরে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য, মাদকদ্রব্য ও অবৈধ বস্তু বহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইন ও অন্যান্য প্রযোজ্য আইনে ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞার দেওয়া এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে। গত ১২ আগস্ট সুপ্রিম কোর্টের এনেক্স ভবনে (এই ভবনে হাইকোর্ট বেঞ্চ বসে) ঢোকার সময় মাদকসহ ধরা পড়েন এক ব্যক্তি।

তার কাছ থেকে চার পিস ইয়াবা, এক বোতল মদ, সিগারেটের ভেতর লুকানো হেরোইন, পাঁচটি মোবাইল ফোন এবং বেশ কয়েকটি লাইটার উদ্ধার করা হয়। পরে তাকে পুলিশে দেওয়া হয়। এর আগে গত ৩ আগস্ট বৈধ অস্ত্র নিয়ে সুপ্রিম কোর্ট চত্বর থেকে দুই ব্যক্তিকে আটক করে পুলিশ।

নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে সুপ্রিম কোর্টে আসা কিছু বিচারপ্রার্থী, মামলা সংশ্লিষ্ট ব্যক্তিরা আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য, মাদকদ্রব্যসহ অবৈধ বস্তু বহন করছেন।

এতে আদালতের নিরাপত্তা, শান্তিপূর্ণ পরিবেশ এবং বিচারকাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

শুধু তাই নয়, এতে বিচারপতি, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারীসহ বিচারপ্রার্থীদের নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে। ফলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া বৈধ লাইসেন্সধারী হলেও সুপ্রিম কোর্ট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল চত্বরে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য, মাদক দ্রব্যসহ অবৈধ বস্তু বহনে নিষেধাজ্ঞা দেওয়া হলো। এই নির্দেশ লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইন ও অন্যান্য প্রযোজ্য আইনের আওতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে আইনজীবী, আইনজীবী সহকারী, কর্মকর্তা-কর্মচারী এবং বিচারপ্রার্থীদের এ বিষয়ে সচেতন থাকতে বলা হয়েছে। নিষেধাজ্ঞার এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সূত্র: কালের কণ্ঠ
এনএন/ ১৫ আগস্ট ২০২৫

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::দেশের সব আদালত-ট্রাইব্যুনাল চত্বরে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ও মাদক বহনে নিষেধাজ্ঞা first appeared on DesheBideshe.



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: