August 12, 2025, 5:44 pm
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

রামুতে স্বাস্থ্য বিভাগের অভিযানে দুই ক্লিনিকে তালা

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, জুন ২, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

রামুতে অবৈধ ডেন্টাল ক্লিনিক ও প্যাথলজি সেন্টারে অভিযান চালিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এ সময় বৈধ কাগজপত্র না থাকায় উপজেলার চৌমুহনী স্টেশনের ডুলাহাজারা এক্সরে সেন্টার ও মদিনা ডেন্টাল তালা দিয়ে বন্ধ করে দেয় প্রশাসন।

বৃহস্পতিবার (২ জুন) বিকালে এ অভিযান চালায় রামু উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

সারাদেশে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়ে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী রামু উপজেলার বেশ কিছু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয় বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নোবেল কুমার বড়ুয়া। তিনি জানান রামু উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমার সার্বিক সহযোগিতা পরিচালিত এ অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় ডুলাহাজারা এক্সরে সেন্টার ও মদিনা ডেন্টাল বন্ধ করে দেয়া হয়। এ সময় সূর্যের আলো ডায়গনস্টিক সেন্টার, রামু ডিজিটাল ডায়গনস্টিক এন্ড ডক্টর্স হোম ও মালুমঘাট এক্সরে সেন্টার বন্ধ পাওয়া যায়। তবে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। এ সময় রামু উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, উপজেলা স্বাস্থ্য বিভাগের ইন্সপেক্টর বিপ্লব বড়ুয়াসহ রামু থানা পুলিশ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: