August 17, 2025, 8:03 am
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

নিখোঁজের ৬ ঘণ্টা পর মাছের ঘেরে মিলল কলেজছাত্রের মরদেহ

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, জুলাই ১৬, ২০২২

নিখোঁজের প্রায় ছয় ঘণ্টা পর কক্সবাজার শহরের টেকপাড়ায় মাছের ঘেরে ঘুরতে গিয়ে নিখোঁজ হওয়া ফয়সাল নেওয়াজের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতে নিয়োজিত সী-সেফ লাইভ গার্ডের সদস্যরা মৃতদেহটি উদ্ধার করেন।

নিহত ফয়সাল পশ্চিম টেকপাড়া সিকদার মহল এলাকার শফিউল আলমের ছেলে। সে চট্টগ্রাম কমার্স কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় পৌর কাউন্সিলর দিদারুল ইসলাম রুবেল জানান, বিকাল ৫টার দিকে ফয়সাল ও তার দুই বন্ধু মিলে বাঁকখালী নদী লাগোয়া একটি মাছের ঘেরে ঘুরতে যায়। এক পর্যায়ে সেখানে সেলফি তুলতে গিয়ে পা পিছলে মাছের ঘেরের পানিতে পড়ে তলিয়ে যায়। সাথে সাথে স্থানীয় লোকজন ছুটে আসে। তারা ঘেরে নেমে অনেক্ষণ ধরে খোঁজ করেও তার সন্ধান পায়নি। এক পর্যায়ে ফায়াস সার্ভিস দলকে খবর দিলে তারা এসে দেখে যান। কিন্তু ডু্বুরি না থাকায় পানিতে নামেনি। পরে রাত সাড়ে ১০টার দিকে সৈকতে নিয়োজিত সী-সেফ লাইফ গার্ডের সদস্যদের আনা হয়। তারা এসে মাত্র ৫মিনিটের মধ্যে ঘেরের গর্ত থেকে ফয়সালের মৃতদেহ উদ্ধার করে।

নিখোঁজ ফয়সালের সঙ্গে থাকা বন্ধু রাকিব জানান, বিকেলের দিকে তারা তিন বন্ধু মিলে পার্শ্ববর্তী মাছের ঘেরে ঘুরতে যান। এসময় পা ধোয়ার জন্য নিচের গর্তে নামতে গিয়ে পিছলে পড়ে যায় ফয়সাল। মুহূর্তের মধ্যে পানির ভেতরে তলিয়ে যায়। এরপর তাৎক্ষণিক রাকিব নেমে তাকে খুঁজলেও পায়নি।

ফয়সাল নেওয়াজের মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: