শিরোনাম ::
পরিযায়ী শ্রমিকের স্ত্রী-সন্তানকে ‘মারধর’ করল পুলিশ, ভিডিও পোস্ট করে অভিযোগ মুখ্যমন্ত্রীর সমন্বয়ক পরিচয়ে কেউ চাঁদাবাজি-তদবির করতে গেলে ধরে পুলিশে দিন আগামী হজ কার্যক্রমে অংশ নিতে প্রথম পর্যায়ে অনুমতি পেল ১৫৫ এজেন্সি চকরিয়ায় তাণ্ডব চালিয়ে গরীব কৃষকের ঢেঁড়শ ক্ষেত গুড়িয়ে দেয়ার অভিযোগ চকরিয়ায় নিজ বাড়িতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা উঠান থেকে মরদেহ উদ্ধার পাকিস্তানের লাহোর-ইসলামাবাদ মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, ৯ বাসযাত্রী নিহত ৮টি আইকনিক মসজিদ নির্মাণে ২৪৪ কোটি টাকা দেবে সৌদি সরকার গাজায় বিমান থেকে খাদ্যপণ্য ফেলা শুরু করেছে আরব আমিরাত ও জর্ডান এনসিপির পদযাত্রায় নাশকতা পরিকল্পনার অভিযোগে যুবলীগ নেতা আটক জুলাই শহীদদের আবাসন প্রকল্প অনুমোদন পায়নি একনেকে
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টা চিকিৎসক থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩
ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টা চিকিৎসক থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

 

ইউনিয়ন পরিষদ স্বাস্থ্য কমপ্লেক্সে এখন থেকে ২৪ ঘণ্টা চিকিৎসক থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বললেন, প্রাথমিক স্বাস্থ্যসেবাকে আরও জোরদার করতে সব উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে মানসিক স্বাস্থ্য সেবার ব্যবস্হা নেয়া হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যসেবা সংক্রান্ত সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রী। বলেন, সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক স্বাস্থ্যসেবা সংক্রান্ত বুকলেট দেয়া হবে, যা শ্রেণিকক্ষে পড়ানো হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, জরায়ুর মুখের ক্যানসারের জন্য আগামী সেপ্টেম্বর মাস থেকে এসপিবি ভ্যাকসিন কার্যক্রম শুরু করবে সরকার। ব্রেস্ট ক্যানসারের জন্য সব জেলা হাসপাতালে মেমোগ্রাফী মেশিন দেয়া হবে। ১০ থেকে ১৫ বছর বয়সী মেয়েদেরকে জরায়ু মুখের ক্যানসারের জন্য ভ্যাকসিন দেয়া হবে এক ডোজ করে।

করোনার ভাইরাসের জন্য চতুর্থ ডোজ যে টিকা দেয়া, সেটির সময়সীমা এখনও শেষ হয়নি বলে উল্লেখ করেন জাহিদ মালেক। বলেন, এটা যারা বলছে, তারা গুজব সৃষ্টি করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনায় ফাইজারের এই টিকা দেয়ার সময় আরও একমাস রয়েছে।

তিনি আরও বলেন, স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি এক জেলার পরিবর্তে ছয় জেলায় বিস্তৃত করা হয়েছে। জেলাগুলো হলো মানিকগঞ্জ, লক্ষীপুর, বরিশাল, বরগুনা, ঢাকা, কুড়িগ্রাম। এসব জেলার ১৫ লাখ পরিবারকে বছরে ৫০ হাজার টাকা করে ওষুধসহ স্বাস্থ্যসবা সংক্রান্ত সরঞ্জাম দেয়া হবে। পর্যায়ক্রমে দেশের সব জেলায় এটি নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে। ইউনিভার্সেল হেলথ কাভারেজের আওতায় এটি করা হচ্ছে।

 


আরো খবর: