শিরোনাম ::
রেহানা পারভীনের আত্মস্বীকৃত হত্যাকাণ্ড – DesheBideshe কম্বোডিয়ার সঙ্গে উত্তেজনা, সীমান্তের ৮ বিভাগে সামরিক আইন জারি করলো থাইল্যান্ড জুলাই পদযাত্রায় রাজনৈতিক দল হিসেবে ভালো সাড়া পেয়েছি ‘প্রস্তাবিত শাস্তি কঠোর এবং সামঞ্জস্যহীন’, অপরাজিতা বিল ফেরত পাঠালেন রাজ্যপাল বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মির যৌথ মহড়া শুরু সারা দেশে বিশেষ অভিযানে একদিনে গ্রেপ্তার ১৬২০ বিমানে মাঝ আকাশে যাত্রীর মৃত্যু, রহস্যজনকভাবে মরদেহ উধাও! বদরখালী ভার্চু স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের নিয়ে বেলা’র পরিবেশ বিষয়ক সচেতনতামূলক সেমিনার ফেসবুকে ভেরিফায়েড ‘নকল শাবনূর’, প্রতারণার আশঙ্কায় আসল শাবনূর চট্টগ্রামে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেলের ৩ আরোহীর
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৬:২৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পশ্চিমবঙ্গের ১৪ এলাকায় তাপমাত্রা ছাড়াল ৪০ ডিগ্রি

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ৯ মে, ২০২৩


কলকাতা, ০৯ মে – ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তর থেকে তাপপ্রবাহের পূর্বাভাস জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের ১৪ এলাকায় তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার (৮ মে) কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। সল্টলেকে তাপমাত্রা ছিল ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস। দমদমে ৩৯.৫, হাওড়ায় ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস।

রাজ্যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা সোমবার সব থেকে বেশি ছিল বাঁকুড়ায়। সেখানে দিনের তাপমাত্রা ছিল ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যের পশ্চিমের প্রায় সব জেলাতেই সোমবার দিনের তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। কৃষ্ণনগরে ৪০, বর্ধমানে ৪১, পানাগড়ে ৪১.৮, বীরভূমের শ্রীনিকেতনে ৪০, ঝাড়গ্রামে ৪১, আসানসোলে ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল দিনের তাপমাত্রা। মেদিনীপুরে তাপমাত্রা ছিল ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে তাপমাত্রা ছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। দিঘায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। উত্তরেও স্বস্তি নেই। মালদহে দিনের তাপমাত্রা ছিল ৪০, জলপাইগুড়িতে ৩৬.৪, বালুরঘাট ৩৯, দার্জিলিং ২১.৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ চলবে। যার রেশ চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং বীরভূম-এই ৮ জেলায় তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। তবে বুধবার তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই। বৃহস্পতিবার তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হবে পুরুলিয়া, দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং বাঁকুড়ায়। শুক্রবার থেকে আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে বলেও আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৯ মে ২০২৩


আরো খবর: