শিরোনাম ::
রেহানা পারভীনের আত্মস্বীকৃত হত্যাকাণ্ড – DesheBideshe কম্বোডিয়ার সঙ্গে উত্তেজনা, সীমান্তের ৮ বিভাগে সামরিক আইন জারি করলো থাইল্যান্ড জুলাই পদযাত্রায় রাজনৈতিক দল হিসেবে ভালো সাড়া পেয়েছি ‘প্রস্তাবিত শাস্তি কঠোর এবং সামঞ্জস্যহীন’, অপরাজিতা বিল ফেরত পাঠালেন রাজ্যপাল বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মির যৌথ মহড়া শুরু সারা দেশে বিশেষ অভিযানে একদিনে গ্রেপ্তার ১৬২০ বিমানে মাঝ আকাশে যাত্রীর মৃত্যু, রহস্যজনকভাবে মরদেহ উধাও! বদরখালী ভার্চু স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের নিয়ে বেলা’র পরিবেশ বিষয়ক সচেতনতামূলক সেমিনার ফেসবুকে ভেরিফায়েড ‘নকল শাবনূর’, প্রতারণার আশঙ্কায় আসল শাবনূর চট্টগ্রামে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেলের ৩ আরোহীর
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৬:৩৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পেকুয়ায় যুবককে পিটিয়ে জখম

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১০ জানুয়ারি, ২০২২

মো: ফারুক,পেকুয়া :: কক্সবাজারের পেকুয়ায় পূর্ব শত্রুতার জের ধরে ফরহাদ মিয়া (২৫) নামে এক যুবককে পিটিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১০জানুয়ারী) বিকাল ৫ টার দিকে উপজেলার বারবাকিয়া ইউপির ফাঁশিয়াখালী সবজীবন পাড়া এলাকায় হামলার ঘটনা ঘটে।

আহত ফরহাদ মিয়া একই এলাকার মৃত মোস্তাক আহম্মদের ছেলে।

আহত ফরহাদ মিয়া বলেন, আমি ফাঁশিয়াখালী স্কুল স্টেশন থেকে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জের ধরে সাবেক মেম্বার নাছির উদ্দিন মিয়া আমাকে অশ্লীল ভাষায় গালি দেন। আমি তার সাথে কোন কথা না বলে বাড়ি চলে যায়।

পরে আমি বাড়ির সামনে দাঁড়ানো অবস্থা সাবেক মেম্বার নাছির উদ্দিন মিয়ার নেতৃত্বে তার ছেলে শাহাজান, শাহা জালাল (মনিয়া), সাবেক মেম্বারের ভাই মহিন উদ্দিন ও তার ছেলে আরিফসহ ৩/৪ জন আমাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে মারাত্মক জখম করেছেন।

আমার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে নাছির উদ্দিন মিয়াসহ হামলাকারীরা পালিয়ে যায়।

এদিকে পরিবারের লোকজন ফরহাদ মিয়াকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে হাড় ভেঙে যাওয়ায় চমেক হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক।

এব্যাপারে ভিকটিম ফরহাদের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান।


আরো খবর: