শিরোনাম ::
একটি স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা এই রাষ্ট্র আমাদের দেয়নি গাজীপুরে শেখ রেহানার স্বামী ও ছেলের ৩৫৪ শতাংশ জমি জব্দের আদেশ বাংলাদেশের স্বার্থে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার মিশন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের সাথে চূড়ান্ত শুল্ক আলোচনা ২৯ জুলাই থাই-কম্বোডিয়া সীমান্তে উত্তেজনা, বাংলাদেশিদের দূতাবাসের সতর্কবার্তা টানা দু দফা বাড়ার পর এবার দেশের বাজারে কমলো সোনার দাম ‘আমার পাড়া, আমার সমাধান’ নামে নতুন প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা হোয়াইটওয়াশ হাতছাড়া বাংলাদেশের, সম্মান বাঁচল পাকিস্তানের যুদ্ধবিরতির আলোচনাকারী দলকে ফিরিয়ে এনেছে দখলদার ইসরায়েল গণ-অভ্যুত্থানের আগের ১৫ বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা প্রস্তুতির নির্দেশ
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৬:২৪ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বিশ্বে বায়ু দূষণে ২য় স্থানে ঢাকা

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১২ মার্চ, ২০২৫


রাজধানী ঢাকার বায়ু দূষণ খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে। এ সময় বিশ্বে বায়ুদূষণের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা। দূষণের এ মাত্রা শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি তৈরি করেছে। এদিকে, নগরবাসীদের বাইরে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক পরার পরামর্শ দেয়া হচ্ছে।


বুধবার (১২ মার্চ) সকাল ৯.০৯ মি. সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এই তথ্য জানা যায়।



আরও পড়ুন: ঢাকায় আসছেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী


আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, তালিকার শীর্ষে ভারতের দিল্লির দুষণ স্কোর ২৩০, অর্থাৎ এই শহরের বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।


২য় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকার দুষণ স্কোর ১৯৩, অর্থাৎ এই শহরের বাতাসও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।


৩য় অবস্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডুর দুষণ স্কোর ১৮৪, অর্থাৎ এই শহরের বাতাসও একই পর্যায়ে রয়েছে।


আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর (০-৫০) এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়, (৫১-১০০) হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় (১০১-১৫০) স্কোর। (১৫১-২০০) পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর (২০১-৩০০) হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়াও ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।


সান নিউজ/এমএইচ



আরো খবর: