শিরোনাম ::
রেহানা পারভীনের আত্মস্বীকৃত হত্যাকাণ্ড – DesheBideshe কম্বোডিয়ার সঙ্গে উত্তেজনা, সীমান্তের ৮ বিভাগে সামরিক আইন জারি করলো থাইল্যান্ড জুলাই পদযাত্রায় রাজনৈতিক দল হিসেবে ভালো সাড়া পেয়েছি ‘প্রস্তাবিত শাস্তি কঠোর এবং সামঞ্জস্যহীন’, অপরাজিতা বিল ফেরত পাঠালেন রাজ্যপাল বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মির যৌথ মহড়া শুরু সারা দেশে বিশেষ অভিযানে একদিনে গ্রেপ্তার ১৬২০ বিমানে মাঝ আকাশে যাত্রীর মৃত্যু, রহস্যজনকভাবে মরদেহ উধাও! বদরখালী ভার্চু স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের নিয়ে বেলা’র পরিবেশ বিষয়ক সচেতনতামূলক সেমিনার ফেসবুকে ভেরিফায়েড ‘নকল শাবনূর’, প্রতারণার আশঙ্কায় আসল শাবনূর চট্টগ্রামে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেলের ৩ আরোহীর
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিক্ষার্থী আহত

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিক্ষার্থী আহত


ওয়াশিংটন, ০৭ মার্চ – যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় একটি বাস স্টপের কাছে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। এতে ৮ জন আহত হয়েছে, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ভারতীয় বার্তা সংস্থা এএনআইর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্থানীয় সময় বুধবার বিকেলে একটি বাস স্টপের কাছে শিক্ষার্থীদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়। পুলিশ জানিয়েছে, ১৫ থেকে ১৭ বছর বয়সী আট শিক্ষার্থী ওই বাস স্টপে অপেক্ষা করার সময় একটি গাড়ি থেকে তিন ব্যক্তি নেমে অন্তত ৩০ রাউন্ড গুলি ছোড়ে। এতে শিক্ষার্থীরা আহত হয় এবং দুটি বাসে গুলি লাগে।

এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং হামলার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

এর আগে, স্থানীয় সময় গত রোববার (৩ মার্চ) সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার কিং সিটিতে একটি আবাসিক ভবনের সামনে পার্টি চলাকালে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওই পার্টি চলাকালে হঠাৎই গাড়িতে করে অজ্ঞাত বন্দুকধারীরা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং গুলি ছোড়া শুরু করে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনজন পুরুষ নিহত হন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় এক নারীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৭ মার্চ ২০২৪





আরো খবর: