শিরোনাম ::
গ্রিসে ঘুরতে আসা ইসরায়েলির কান ছিঁড়ে ফেললেন সিরীয় নাগরিক সিঙ্গাপুরের ব্যস্ত সড়কে হঠাৎই দেবে গেল রাস্তা, চলন্ত গাড়ি পড়লো গর্তে মাইলস্টোনে বিমান বিধ্বস্তে দগ্ধদের দেখতে গেলেন প্রধান উপদেষ্টা দেশের তরুণ সমাজই ডিজিটাল রূপান্তরের প্রধান চালিকাশক্তি সাবেক এমপির বাসায় গিয়ে সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা দাবি, আটক ৫ চকরিয়ায় দিনেদুপুরে গরীব পরিবারের উপর ফিল্মিস্টাইলে সন্ত্রাসী হামলা, মা-ছেলেকে কুপিয়ে জখম মাসিক ভাতার পাশাপাশি জুলাই যোদ্ধারা আরও যেসব সুবিধা পাবেন চকরিয়ায় পুলিশ কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণ,আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি আসামীর লিবিয়ায় ব্যাপক অভিযান, দেড় হাজার অনিবন্ধিত অভিবাসী শ্রমিক আটক শিক্ষার্থীদের দিয়ে উত্তরপত্র মূল্যায়ন, ৮ পরীক্ষককে আজীবন অব্যাহতি
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পিলখানা বিদ্রোহে শাহাদাতবরণকারী মেজর হুমায়ুন কবীর সরকারের নামে মাল্টিপারপাস সেডের নামকরণ

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক::

পিলখানা বিদ্রোহে শাহাদাতবরণকারী মেজর হুমায়ুন কবীর সরকারের নামে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর মাল্টিপারপাস সেডের নামকরণ করা হয়েছে ‘শহীদ হুমায়ুন কবীর মাল্টিপারপাস সেড’।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৯টায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই নামকরণ করা হয়।

২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারির বিদ্রোহে মেজর হুমায়ুন কবীর সরকার শাহাদাত বরণ করেন। তার প্রতি শ্রদ্ধা জানাতেই এই নামকরণ করা হলো।

নামকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান, এনডিসি, পিএসসি, পিএইচডি, রিজিওন কমান্ডার, রিজিওন সদর দপ্তর, কক্সবাজার।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ মেজর হুমায়ুন কবীর সরকারের জ্যেষ্ঠ পুত্র ক্যাপ্টেন (অবঃ) সাদাফ আবরার রাইয়ান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ, পিবিজিএম, বিজিবিএমএস, এসি, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, রামু; লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার্স, অধিনায়ক, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি); এবং সেক্টর সদর দপ্তর, রামু ও রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর সকল অফিসার, জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবীর সদস্যবৃন্দ।


আরো খবর: