শিরোনাম ::
বাংলাদেশে চীনের জরুরি চিকিৎসা-সামগ্রী হস্তান্তর “বাবা আমি ভুল করিনি, সুইসাইড নোটে লিখে আত্মহত্যা করলো নবম শ্রেণির ছাত্র! গ্রিসে ঘুরতে আসা ইসরায়েলির কান ছিঁড়ে ফেললেন সিরীয় নাগরিক সিঙ্গাপুরের ব্যস্ত সড়কে হঠাৎই দেবে গেল রাস্তা, চলন্ত গাড়ি পড়লো গর্তে মাইলস্টোনে বিমান বিধ্বস্তে দগ্ধদের দেখতে গেলেন প্রধান উপদেষ্টা দেশের তরুণ সমাজই ডিজিটাল রূপান্তরের প্রধান চালিকাশক্তি সাবেক এমপির বাসায় গিয়ে সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা দাবি, আটক ৫ চকরিয়ায় দিনেদুপুরে গরীব পরিবারের উপর ফিল্মিস্টাইলে সন্ত্রাসী হামলা, মা-ছেলেকে কুপিয়ে জখম মাসিক ভাতার পাশাপাশি জুলাই যোদ্ধারা আরও যেসব সুবিধা পাবেন চকরিয়ায় পুলিশ কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণ,আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি আসামীর
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৬:৩৪ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

আবারও হলিউডে দীপিকা

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪
আবারও হলিউডে দীপিকা - DesheBideshe


মুম্বাই, ২১ জানুয়ারি – বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোন আবারও হলিউডে কাজ করতে যাচ্ছেন। জানা গেছে, আমেরিকান কমেডি ড্রামা ‘দ্য হোয়াইট লোটাস’র তৃতীয় সিজনে অভিনয় করবেন এ নায়িকা। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে এমন তথ্য জানা গেছে। এ খবর জানার পর দীপিকার ভক্ত-অনুাগীরা সোশ্যাল মিডিয়ায় আনন্দ প্রকাশ করছেন।

হলিউডের এ সিরিজের প্রথম দুটি সিজন বেশ প্রশংসিত হয়েছিল। তবে বাংলা ভাষীদের কাছে এ সিরিজটি তেমন একটা জনপ্রিয়তা লাভ করেনি। তবে তৃতীয় পর্বে দীপিকা থাকায় ভারতেও সিরিজটি নিয়ে আলোচনা হবে বলে মনে করছেন এর পরিচালক।

এ সিরিজের প্রথম দুটি সিজন যথাক্রমে হাওয়াই দ্বীপপুঞ্জে এবং সিসিলিতে শুটিং হয়েছিল। একটি সূ্ত্রে জানা গেছে, তৃতীয় সিজনের শুটিং হবে থাইল্যান্ডে। তবে শুটিং শুরু হবে কবে থেকে, সে বিষয়ে এখনো প্রযোজনার প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিছু জানা যায়নি।

দীপিকা পাড়ুকোনের ২০১৭ সালে হলিউড যাত্রা শুরু হয় ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’ সিনেমার মাধ্যমে। এ সিনেমায় হলিউড তারকা ভিন ডিজেলের সঙ্গে মূল চরিত্রে অভিনয় করেছিলেন এ নায়িকা।

দীপিকার ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’ হলিউডের সিনেমা হলেও তা ভারতীয় প্রেক্ষাগৃহে প্রথম মুক্তি পেয়েছিল। বিভিন্ন কারণে এ সিনেমা অবশ্য সাফল্য লাভ করেত পরেনি। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এরপর বিদেশি কোনো সিনেমায় দেখা না গেলেও হলিউড সিনেমা ‘দ্য ইন্টার্ন’র রিমেকের শুটিং শুরু হবে চলতি মাসে।

এর গল্পে কিছুটা পরিবর্তন এলেও নাম অপরিবর্তিত থাকছে বলে জানা গেছে। সেই সিসেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন দীপিকা। তবে তার আগেই দ্বিতীয়বার দীপিকার হলিউড যাত্রা নিয়ে অনুরাগীরা উচ্ছ্বসিত ও ব্যাপক আশাবাদী।

আইএ/ ২১ জানুয়ারি ২০২৪





আরো খবর: