শিরোনাম ::
সরকারি দপ্তর থেকে কারও ছবি সরিয়ে ফেলার লিখিত নির্দেশনা দেওয়া হয়নি বাংলাদেশের অব্যাহত সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ ফিলিস্তিনি রাষ্ট্রদূতের ‘ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার ভিডিও ফুটেজ পাকিস্তানের কাছে আছে’ বাংলাদেশ যেন চরমপন্থি ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি, কমতে শুরু করেছে দাম কুতুবদিয়ায় বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেফতার চকরিয়ায় ইউপির প্যানেল চেয়ারম্যান ও পরিবার সদস্যদের মামলায় ফাঁসানো চেষ্টার প্রতিবাদে মানববন্ধন চকরিয়ায় ২২ হাজার বিদ্যুৎ গ্রাহক প্রিপেইড মিটার নিয়ে লাগামহীন হয়রানি ও চরম ভোগান্তির শিকার আয়কর রিটার্ন অডিটে নতুন নির্দেশনা জারি কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে চার ঘর ভস্মীভূত
August 18, 2025, 12:37 am
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

আয়কর রিটার্ন অডিটে নতুন নির্দেশনা জারি

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, আগস্ট ১৭, ২০২৫


ঢাকা, ১৭ আগস্ট – জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর রিটার্ন অডিটে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে নতুন নির্দেশনা জারি করেছে। ‘আয়কর রিটার্ন অডিট নির্দেশনা, ২০২৫’ শিরোনামে প্রকাশিত এই গাইডলাইনে করদাতাদের রিটার্ন যাচাই-বাছাই, অডিট পরিচালনা, প্রতিবেদন প্রস্তুত ও নিষ্পত্তির প্রতিটি ধাপ বিস্তারিতভাবে নির্ধারণ করা হয়েছে।

রবিবার (১৭ আগস্ট) এনবিআর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘আয়কর আইন, ২০২৩’ এর ১৮০ ও ১৮২ ধারার আলোকে কোনও রিটার্নে অসঙ্গতি বা ঝুঁকি চিহ্নিত হলে সেটিকে অডিটের আওতায় আনা হবে। এর লক্ষ্য হলো করফাঁকি প্রতিরোধ, কর সংস্কৃতি উন্নয়ন এবং কর আইন বাস্তবায়ন নিশ্চিত করা।

রিটার্ন নির্বাচনের পদ্ধতি

অডিটের জন্য রিটার্ন বাছাই হবে ঝুঁকিভিত্তিক অটোমেটেড সিস্টেমে, যাতে মানবীয় হস্তক্ষেপ কম থাকে। তবে কাগজে দাখিল করা রিটার্নের ক্ষেত্রে আপাতত র‌্যান্ডম বাছাই চলবে। কোম্পানি ও অন্যান্য করদাতার রিটার্ন আলাদাভাবে যাচাই করে বোর্ডের অনুমোদনে অডিট করা হবে।

প্রসেসকৃত রিটার্ন বা নতুন করদাতার প্রথম রিটার্ন সাধারণত অডিটে আনা হবে না— যদি না তাতে সরাসরি রাজস্ব ক্ষতি দেখা যায়। একই করদাতাকে টানা তিন বছর অডিটে না আনার বিধান রাখা হয়েছে। তবে লোকসান, শূন্য আয় বা অস্বাভাবিকভাবে কম আয় দেখানো হলে রিটার্ন অডিটে নেওয়া যাবে। আগে যাদের কখনও অডিট হয়নি, সেই রিটার্ন থেকে অন্তত এক-তৃতীয়াংশ বাছাই করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ব্যক্তি করদাতাদের অডিটে নজরদারি

ব্যক্তি করদাতাদের আয়কর অডিটে বেতনভিত্তিক আয়, ব্যাংক হিসাব, ভাড়া আয়, কৃষি আয়, রেমিট্যান্স, বিনিয়োগ আয় ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গতি খুঁটিনাটি যাচাই করা হবে। আয়ের সঙ্গে সম্পদ ও ব্যয় সামঞ্জস্যপূর্ণ কিনা, তা বিশেষভাবে দেখা হবে।

কোম্পানি করদাতাদের ক্ষেত্রে

কোম্পানির ক্ষেত্রে নিরীক্ষিত হিসাব জমা বাধ্যতামূলক থাকবে। টার্নওভার ও ব্যাংক জমার সঙ্গে ব্যয় মিলছে কিনা, অপ্রাসঙ্গিক খরচ দেখানো হয়েছে কিনা, উৎসে কর যথাযথভাবে কাটা হয়েছে কিনা— এসব খুঁটিয়ে দেখা হবে। নতুন ঋণ বা দেনা সঠিকভাবে প্রদর্শিত হয়েছে কিনা এবং আয়কর আইনের ধারা মানা হয়েছে কিনা, তাও অডিটের আওতায় আসবে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ১৭ আগস্ট ২০২৫



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: