শিরোনাম ::
অবরুদ্ধ গাজায় আকাশ থেকে ত্রাণ ফেলতে যাচ্ছে জর্ডান ও আরব আমিরাত কক্সবাজারে ৭ মাসে পানিতে ডুবে প্রাণ গেছে ৬০ জনের টেকনাফে ঢেউয়ের আঘাতে মেরিন ড্রাইভে ভাঙ্গন শহীদদের উত্তরসূরি হিসেবে শপথ নিচ্ছি, নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত দেশ কক্সবাজারের ট্রেনে দেড় বছরেও পণ্য পরিবহন হচ্ছে না শাহজালাল বিমানবন্দরে যাত্রীর সঙ্গে দুজনের বেশি ব্যক্তি প্রবেশ করতে পারবে না বছরের যে কোনো সময় ভোটার তালিকা প্রকাশের ক্ষমতা পেল ইসি শেখ হাসিনা আমাদের ওপর একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে ‘মাহেরীন দায়িত্ব পালন করেছেন, সম্মান দেওয়াটা রাষ্ট্রের ব্যাপার’ মাইলস্টোনের নিহত শিক্ষিকা মাসুকার কবরে বিমান বাহিনীর গার্ড অব অনার প্রদান
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ইউক্রেনকে প্রথমবারের মতো লেপার্ড ট্যাংক দিল পোল্যান্ড

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
ইউক্রেনকে প্রথমবারের মতো লেপার্ড ট্যাংক দিল পোল্যান্ড

ওয়ারশ, ২৪ ফেব্রুয়ারি – রাশিয়ার সামরিক আগ্রাসন রুখে দিতে পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনকে লেপার্ড-২ ট্যাংক পাঠিয়েছে পোল্যান্ড। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) পোল্যান্ড সরকারের মুখপাত্র পিওর মুলার বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে আরও বলা হয়, ইউক্রেনে জার্মানির তৈরি প্রথম লেপার্ড-২ ট্যাংক পাঠিয়েছে পোল্যান্ড। দেশটি ইউক্রেনে ১৪টি লেপার্ড-২ ট্যাংক পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। ইতোমধ্যে ক্রুদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কীভাবে সেগুলো ব্যবহার করতে হয়।

এক টুইট পোস্টে পোল্যান্ড সরকারের মুখপাত্র পিওর মুলার বলেন, প্রধানমন্ত্রী মাতেউস মোরাওয়েকির কিয়েভ সফর ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রথম বার্ষিকীতে কিয়েভ সফর করছেন মোরাওয়েকি।

লেপার্ড-২ ট্যাংক হলো বিশ্বের অন্যতম প্রথম সারির যুদ্ধট্যাংক। জার্মানির সেনাবাহিনী এবং অনেক ইউরোপীয় দেশের সামরিক বাহিনী এ ট্যাংক ব্যবহার করে। এ ট্যাংকের নানা বৈশিষ্ট্য আছে। ডিজাইনও বিভিন্ন রকম হয়। এ ট্যাংকে নাইটভিশন ইকুইপমেন্ট এবং একটি লেজার রেঞ্জ ফাইন্ডার আছে, যার মাধ্যমে রুক্ষ ভূমির ওপর দিয়ে যাওয়ার সময় চলমান লক্ষ্যের ওপর ভালোভাবে নজরদারি করা যায়।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ২৪ ফেব্রুয়ারি ২০২৩

 


আরো খবর: