কক্সবাজারের উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। এসময় মাদক বহনের দায়ে একটি মিনি পিকআপ গাড়ী জব্দ করা হয়।
রোববার আড়াইটার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের শিলেরছড়া জনৈক খোরশেদ সওদাগরের মার্কেটের সামনে এ অভিযান চালানো হয়।
উখিয়া থানা পুলিশ সুত্রে জানা যায়, রোববার দুপুরে উখিয়ার রাজাপালং ইউনিয়নের শিলের ছড়া জনৈক খোরশেদ সওদাগরের মার্কেটের সামনের কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়া গামী একটি মিনি পিকআপ গাড়ী তল্লাশী চালানো হয়। এসময় গাড়ী চালক পালিয়ে যায়।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ হোসেন সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন পলাতক গাড়ী চালকের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়।