উখিয়ার রেজুখালে মাছ ধরতে গিয়ে মো. হাসেম (৩৫) নামের এক যুবক মারা গেছেন।
সোমবার (১১ আগস্ট) সকাল ৯টার দিকে জালিয়াপালং ইউনিয়নের লম্বরী পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত হাসেম একই এলাকার বাসিন্দা আবদুল আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দা বাবুল জানান, প্রতিদিনের মতো হাসেম ও তার চাচা আবুল হাছিম রেজুখালের লম্বরী মোহনা এলাকায় মাছ ধরতে গিয়েছিলেন। মাছ ধরার সময় হঠাৎ পানির তীব্র স্রোতে হাসেম পড়ে গিয়ে নিখোঁজ হন। কিছুক্ষণ পর স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেইন জানিয়েছেন, তারা এখনো এই দুর্ঘটনার বিষয়ে অবগত নন। তবে খবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।