August 17, 2025, 8:53 pm
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

উখিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

রতন কান্তি দে উখিয়া::
আপডেট: বৃহস্পতিবার, মে ২, ২০২৪

কক্সবাজারে উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ৪,ভাইস চেয়ারম্যান ৬,ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনপ্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।এছাড়া সকল প্রস্তুতি নিয়েও নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি প্রার্থী। নির্বাচন কমিশনের ঘোষিত তফশীল অনুযায়ী ২ মে অত্র উপজেলার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায় শেষ দিনে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি, রাজাপালং ইউনিয়ন পরিষদের তিন বারের নির্বাচিত সদ্য পদত্যাগকারী চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা আবুল মনসুর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম,জেলা মুক্তিযোদ্ধা লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী,

ভাইস চেয়ারম্যান পদে, বর্তমান ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল উদ্দিন মিন্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক,জেলার সাংবাদিক নেতৃত্ব রাসেল চৌধুরী, উখিয়ার সিনিয়র সাংবাদিক, সামাজিক নেতৃত্ব,সাবেক ছাত্রনেতা গফুর মিয়া চৌধুরী, উপজেলা জামায়াতের শীর্ষ নেতৃত্ব গফুর উল্লাহ,ও মোঃমামুনুর রশিদ
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীন আক্তার,সানজিদা আকতার নূরী।

অপরদিকে উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার সব প্রস্তুতি নিয়ে অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দলীয় সিদ্ধান্ত কে সম্মান জানিয়ে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী। ২ মে (২০২৪)বৃহস্পতিবার বেলা দুই টায় তার ব্যক্তিগত অফিস কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এ সময় উপজেলা বিএনপি, যুবদল ছাত্রদল সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: