শিরোনাম ::
প্রধান বিচারপতির সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বেলুচিস্তানে জঙ্গি হামলায় ৯ পাকিস্তানি সেনা সদস্য নিহত ৩৭ দিনে রাজ্যে তৃণমূলের ১০ নেতা-কর্মী খুন! পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী নাফনদী থেকে ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি পেকুয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্যকে গ্রেফতার করেছে সিটিটিসি চকরিয়ায় উপকূলের রক্ষাকবচ সৃজিত ম্যানগ্রোভ বনায়ন পরিদর্শনে ৪ বিদেশি রাষ্ট্রের প্রতিনিধি টিম চকরিয়া সরকারি কলেজে টিআইবির উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নানা কর্মসূচি সেন্টমার্টিনে জেলের বড়শিতে ধরা পড়লো ৪৫ কেজি ওজনের দুটি গোয়া মাইট্যা মাছ
August 13, 2025, 12:46 am
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

উখিয়া ক্যাম্পে রোহিঙ্গাকে পিটিয়ে হত্যা

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, জুন ১১, ২০২৪

কক্সবাজার উখিয়া ক্যাম্পে রোহিঙ্গাকে পিটিয়ে হত্যা
কক্সবাজারের উখিয়া আশ্রয় ক্যাম্পে সৈয়দ আমিন (৩৫) নামের রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশনের (আরএসও) এক সদস্যকে পিটিয়ে হত্যা করেছে সাধারণ রোহিঙ্গারা। মঙ্গলবার (১১ জুন) দুপুর আড়াইটার দিকে রোহিঙ্গা ক্যাম্প-৪ এ ঘটনা ঘটে।

ক্যাম্প সূত্র জানায়, মঙ্গলবার ক্যাম্প-৪ এর এ /৪ ব্লকে ব সৈয়দ আমিনকে একই ক্যাম্পের সাধারণ রোহিঙ্গারা পিটিয়ে আহত করে। পরে আশপাশের রোহিঙ্গারা তাকে ক্যাম্প সংলগ্ন জিকে হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরএসও’র সদস্য ছিলেন বলে কথিত রয়েছে।

নিহত সৈয়দ আমিন (৩৫) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪ এ/৪ ব্লকের নাজির আহমেদের ছেলে। উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হোসাইন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে উল্লেখ করেন তিনি। উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হোসাইন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে উল্লেখ করেন তিনি।

এরআগে সোমবার (১০ জুন) তিন রোহিঙ্গা নিহত হয়েছেন। তাদের মাঝে দুজন আরসার এবং একজন আরএসও’র সদস্য। গত একমাস ধরে রোহিঙ্গা ক্যাম্পে আরএসও ও আরসার সদস্যরা মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতে সাধারণ রোহিঙ্গাদের জোরপূর্বক পাঠানোর জন্য বাধ্য করে আসছেন। এর জেরে আরএসও এবং আরসার সদস্যরা ক্যাম্পে অস্থিরতা সৃষ্টি করছেন। এ ঘটনার ক্ষোভ থেকে সাধারণ রোহিঙ্গারা এমন ঘটনা ঘটাতে পারে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হোসাইন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে উল্লেখ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: