শিরোনাম ::
বাংলাদেশ সীমান্তে ‘অপারেশন অ্যালার্ট’ জারি করেছে বিএসএফ অন্তর্বর্তী সরকার এখন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত টাকা না দিলে ইয়াবা মামলায় ফাঁসানোর হুমকি, ২ পুলিশ সদস্যকে বরখাস্ত প্রধান বিচারপতির সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বেলুচিস্তানে জঙ্গি হামলায় ৯ পাকিস্তানি সেনা সদস্য নিহত ৩৭ দিনে রাজ্যে তৃণমূলের ১০ নেতা-কর্মী খুন! পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী নাফনদী থেকে ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি পেকুয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্যকে গ্রেফতার করেছে সিটিটিসি
August 13, 2025, 2:48 am
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

কক্সবাজারে এবার টমটম চালককে খুন

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, জুন ১০, ২০২২

কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে আবারও খুনের ঘটনা ঘটেছে। শুক্রবার পিএমখালী ইউনিয়নের ছনখোলা রোডে মিনি টমটম চালক এক তরুণকে ছুরিকাঘাতে খুন করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। পুলিশ মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত রমজান আলী (২৩) পিএমখালী’র জুমছড়ি এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে। পেশায় তিনি মিনি টমটম চালক।

স্থানীয় সূত্র জানায়, সকালের আলো প্রসারিত হবার পর পিএমখালী ইউনিয়নের ছনখোলা রোডে একটি রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় ছুরিকাহত তরুণকে কক্সবাজার সদর হাসপাতালে আনে। সেখানেই মৃত্যু হয় তার।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ রমজান আলী নামে এক তরুণের নিথর দেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনে। সেখানে তাকে মৃত ঘোষণা করায় ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে নিয়ে যাওয়া হয়। কারা এবং কি কারণে এ ঘটনা ঘটিয়েছে তা বের করতে মাঠে কাজ করছে পুলিশ। পরিবারের পক্ষ হতে লিখিত পেলে মামলা রুজু করে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে বলে উল্লেখ করেন তিনি।
প্রসঙ্গতঃ সদ্যগত রমজানে মোরশেদ বলী নামে এক যুবককে চিহ্নিত দুর্বৃত্তরা দিনদুপুরে পাশবিক নির্যাতনে পিএমখালীর চেরাংঘর আাজার এলাকায় হত্যা করে। এর রেশ না কাটতেই টমটম চালক রমজান আলী খুনের শিকার হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: