চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন (৩০ বছর) সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা প্রাপ্ত পলাতক আসামি শাহিন উদ্দিনকে (২৫) গ্রেফতার করেছে র্যাব-১৫।
শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাতে কক্সবাজার সদর থানাধীন পূর্ব মাছুয়াখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকস দল জানতে পারে যে, হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহিন উদ্দিন কক্সবাজার সদর থানাধীন পিএমখালী ইউনিয়নের পূর্ব মাছুয়াখালী এলাকায় অবস্থান করছে।
এই তথ্যের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত শাহিন উদ্দিন পূর্ব মাছুয়াখালী মসজিদের পাশের এলাকার নুরুল আবছারের ছেলে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক।