কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তাবালের চর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের চারটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। শনিবার (১৭ আগস্ট) ভোর রাত সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম তাবালের চর গ্রামের মমতাজ বাপের বাড়িতে বসবাসকারী মো. সালেক (৫৫) ও মোরশেদ আলম (৩৫)-এর বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় এবং পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে কুতুবদিয়া থানা পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
ক্ষতিগ্রস্তরা হলেন— মো. সালেক (৫৫), পিতা লাশু মিয়া এবং মোরশেদ আলম (৩৫), পিতা মৃত ছৈয়দ আলম। তারা উভয়েই পশ্চিম তাবালের চর, আলী আকবর ডেইল ইউনিয়নের বাসিন্দা।