কুতুবদিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৭ আগস্ট ২০২৫) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
থানা সূত্রে জানা যায়, প্রথমে উত্তর ধুরুং ইউনিয়নের আকবর বলি পাড়া এলাকা থেকে সিআর মামলা নং-৩৯৯/২৩ (কুতুবদিয়া), ধারা ৪০৬/৪২০ দণ্ডবিধি ১৮৬০ এর পলাতক আসামি মো. কালু (পিতা- মো. আলমগীর, সাং- আকবর বলি পাড়া, ৩নং ওয়ার্ড, উত্তর ধুরুং ইউপি) কে গ্রেফতার করা হয়।
পরে দক্ষিণ ধুরুং ইউনিয়নের মশরফ আলী বলি পাড়া এলাকা থেকে সিআর মামলা নং-৩৩৯/২৫ (কুতুবদিয়া), ধারা ৪০৬/৪২০ দণ্ডবিধি ১৮৬০ এর পলাতক আসামি রেজাউল করিম (পিতা- আমির হামজা, সাং- মশরফ আলী বলি পাড়া, দক্ষিণ ধুরুং ইউপি) কে গ্রেফতার করে পুলিশ।