শিরোনাম ::
কক্সবাজার বর্ডার গার্ড পাবলিক স্কুলের নতুন নাম ‘শহীদ এলাহী মনজুর চৌধুরী পাবলিক স্কুল’ টেকনাফে ৩ লাখ টাকার সামুদ্রিক মাছসহ অবৈধ ট্রলিং বোট জব্দ মহেশখালীর অদূরে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল অবস্থায় ভেসে থাকা ১৮ জন জেলে উদ্ধার ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রশ্নে একমত রাজনৈতিক দলগুলো মাইলস্টোন ক্যাম্পাসে বিমান বিধ্বস্তে আহত-নিহতদের তালিকা তৈরিতে কমিটি গঠন জুলাইয়ের প্রথম ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১ দশমিক ৭০ বিলিয়ন ডলার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য জাকের আলীর শিল্পীদের কাছে জাতি আরেকটু দায়িত্বশীলতা আশা করে শিল্পীদের কাছে জাতি আরেকটু দায়িত্বশীলতা আশা করে মাইলস্টোন ট্র্যাজেডি, ঢাকায় এসেছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

খুটাখালী মেধাকচ্ছপিয়া ন্যাশনাল পার্ক অফিসের ভিত্তি প্রস্তর স্থাপন

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ৫ মার্চ, ২০২২

কক্সবাজার উত্তর বন বিভাগ খুটাখালী মেদাকচ্ছপিয়া ও ফাঁসিয়াখালী সহ-ব্যবস্থাপনা সাধারণ কমিটির (সিএমসি) সদস্যদের সাথে এক মতবিনিময় সভা ৫ মার্চ শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) বিপুল কৃষ্ণ দাশ।

কক্সবাজার উত্তর বনবিভাগ কর্তৃক আয়োজিত মেধাকচ্ছপিয়া ন্যাশনাল পার্ক চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার।

সভায় বিশেষ অতিথি ছিলেন,
লামা বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আরিফুল হক বেলাল, চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান, কক্সবাজার উত্তর বন বিভাগের সহকরী বন সংরক্ষক ড.প্রান্তোষ চন্দ্র রায়,
চকরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. ওসমান গণি, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর।

এসময় আরও উপস্থিত ছিলেন, কক্সবাজার বিশেষ টহল দলের ওসি একেএম আতা এলাহী, ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন খাঁন, ঈদগড় রেঞ্জ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা রিয়াজ রহমান, পিএমখালী রেঞ্জ কর্মকর্তা আব্দুল জব্বার, জোয়ারিয়ানালা রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ টিটু ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান, সিএমসি ও সিজিপির সদস্য সহ স্টাফগণ উপস্থিত ছিলেন।

সভা শেষে, প্রধান অতিথি চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাশসহ অতিথিরা মেধাকচ্ছপিয়া ন্যাশনাল পার্কে সিএমসি অফিস ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও পার্কে চলমান উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।


আরো খবর: