কক্সবাজারের চকরিয়া উপজেলা সদরে ভোগ্যপন্যের বাজার মনিটরিংয়ে নেমেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় দোকানে পন্যের মুল্যের তালিকা না থাকায় ৬টি দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
রোববার (৩ আগস্ট) বিকালে চকরিয়া উপজেলা সদরের চিরিংগা বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুপায়ন দেব এর নেতৃত্বে আদালত এ অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় আদালতের সঙ্গে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন চকরিয়া থানা পুলিশের একটি টিম এবং কৃষি বিপণন কর্মকর্তা ও আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুপায়ন দেব। তিনি বলেন, উপজেলা সদরের চিরিঙ্গা বাজারে ভোগ্যপন্য বিক্রিতে দোকানদারদের বিরুদ্ধে নানারকম অসঙ্গতির অভিযোগ উঠে। এ অবস্থায় রোববার বিকালে ভ্রাম্যমাণ আদালত চিরিঙ্গা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৬টি দোকানে মূল্য তালিকা না থাকার বিষয়টি উদঘাটন করে।
পরে এসব দোকান মালিককে পন্য মুল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী মোট ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।
তিনি বলেন, বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে চিরিঙ্গা বাজারের ব্যবসায়ী ও দোকানসমূহকে নিয়মিত হালনাগাদকৃত মূল্য তালিকা প্রদর্শনসহ সঠিক মূল্যে পণ্য বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে
জনস্বার্থে আদালতের এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুপায়ন দেব।