কক্সবাজারের চকরিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন পরবর্তী কোমলমতি ২০০ শিক্ষার্থীর মাঝে ফলজ ও ওষুধী গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা এগারোটার দিকে “সবুজ বাংলাদেশ গড়তে গাছ রোপনের বিকল্প নেই ”
কর্মসূচির আওতায় চকরিয়া উপজেলার বৃহত্তম সামাজিক সংগঠন পিসফুল ইউনাইটেড ক্লাবের আয়োজনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়।
কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (এসএমসি) বিদায়ী কমিটির সভাপতি সাংবাদিক এম জিয়াবুল হক অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুন নাহার, সহকারী শিক্ষক শাহরিয়ার আওরঙ্গজেব চৌধুরী তারেক, সহকারী শিক্ষক সুচিত্রা চৌধুরী, সহকারী শিক্ষক পারভীন আক্তার, সহকারী শিক্ষক জেসমিন আক্তার ও সহকারী শিক্ষক মিশোরী জান্নাত মিশু উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য বিএনপি নেতা ফরিদুল আলম পিসফুল ইউনাইটেড ক্লাবের স্থায়ী পরিষদের প্রধান ও সাবেক সভাপতি মোঃ জাহেদুল ইসলাম, ক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি শহিদুল ইসলাম নয়ন, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, সহসভাপতি শামসুল উদ্দিন টিটু, অর্থ সম্পাদক সাজিদুল ইসলাম রিফাত, সংগঠনের প্রবাসী শাখার সভাপতি মোঃ আলা উদ্দিন, প্রবাসী শাখার সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সদস্য রাকিব,জমির,সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক, এসএমসি কমিটির সদস্য ও সুধীজন উপস্থিত ছিলেন। ##.
ছবি আছে
চকরিয়া কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হচ্ছে।